HomeMake Money Onlineঅ্যামাজন (Amazon) থেকে আয় করার বিস্তারিত গাইডলাইন

অ্যামাজন (Amazon) থেকে আয় করার বিস্তারিত গাইডলাইন

পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ ৩১০ মিলিয়ন ব্যবহারকারীর বিশাল প্লাটফর্ম অ্যামাজন (Amazon) থেকে আয় করতে চাইছে। এর কারণ কি জানেন? এর একটা বড় কারণ হচ্ছে অ্যামাজন (Amazon) অ্যাফিলিয়েট অন্যান্য প্রতিযোগী কোম্পানি থেকে কমিশনের পরিমান বেশি প্রদান করে।

অ্যামাজন প্লাটফর্মটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ব্যবসায়ীরা খুব সহজেই তাদের একাউন্ট খুলতে পারে এবং পণ্য বিক্রি শুরু করতে পারে । তারা শুধু ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে না গ্রাহকদেরও সমানভাবে সুযোগ সুবিধা দিচ্ছে। যার ফলে প্রতিনিয়ম অ্যামাজনে ক্রেতা বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।

অ্যামাজন (Amazon) থেকে আয় করার উপায়সমূহ

অ্যামাজন (Amazon) থেকে আয় করার বেশ কিছু উপায় রয়েছে।  বিভিন্ন ব্যবসায়িক মডেল এবং সেবা ব্যবহার করে আপনি অ্যামাজন (Amazon) থেকে আয় করতে পারেন। নিচে কিছু জনপ্রিয় উপায় উল্লেখ করা হলো:

১. অ্যাফিলিয়েট মার্কেটিং করে অ্যামাজন (Amazon) থেকে আয়
২. Amazon FBA (Fulfillment by Amazon) এ পণ্য বিক্রি করে অ্যামাজন (Amazon) থেকে আয়
৩. অ্যামাজন কিন্ডল ডিরেক্ট পাবলিশিং Amazon Kindle Direct Publishing (KDP)
৪. Amazon Mechanical Turk (MTurk) এ কাজ করে অ্যামাজন (Amazon) থেকে আয়
৫. অ্যামাজন হ্যান্ডমেইড (Amazon Handmade)
৬. অ্যামাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম (Amazon Influencer Program)
৭. Merch by Amazon

১. অ্যামাজন (Amazon) অ্যাফিলিয়েট মার্কেটিং

Amazon Associates হলো অ্যামাজন এর অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম যেখানে যেকেউ চাইলে অংশগ্রহণ করতে পারে যদি তার একটি ব্লগ, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া একাউন্ট থাকে । অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণকারী এসোসিয়েটরা অ্যাফিলিয়েট লিংক তাদের ওয়েবসাইটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে যদি অ্যামাজন পণ্য বিক্রি করতে পারেন তখন তারা কমিশন পাবেন।

অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হওয়ার যোগ্যতা 

অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে আপনাকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে যেমন,

ওয়েবসাইটের ক্ষেত্রে 
  • আবেদনকারীকে অবশ্যই ওয়েবসাইটের মালিক হতে হবে
  • কমপক্ষে ১০ টি ব্লগ পোস্ট থাকতে হবে যার মধ্যে বিগত ৬০ দিনে কমপক্ষে ১ টি পোস্ট প্রকাশিত হতে হবে,
  • পোস্টগুলো প্রাইভেট থাকতে পারবে না পাবলিক হতে হবে
মোবাইল অ্যাপের ক্ষেত্রে 
  • মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোর, অ্যাপল বা অ্যামাজন অ্যাপ স্টোরে ফ্রিতে ব্যবহারের সুযোগ থাকতে হবে
  • ইউনিক কন্টেন্ট থাকতে হবে
  • অ্যাপটির আউটলুক অ্যামাজন শপিং অ্যাপের মতো হতে পারবে না
সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে 

ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, টিকটিক ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট থাকতে হবে। (ফেসবুক এবং ইস্টাগ্রাম এর ক্ষেত্রে বিজনেস একাউন্ট থাকতে হবে। )

আপনার একাউন্টে ভাল পরিমানে ইনুসারী থাকতে হবে ।

অ্যামাজন অ্যাফিলিয়েট হওয়ার উপায় 

১।  আপনাকে একটি ব্লগ তৈরী করতে হবে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট থাকতে হবে।

২। Amazon Associates Homepage এ প্রবেশ করে সাইন আপ ফর্মে ক্লিক করতে হবে।

৩। আপনার একাউন্টের তথ্য ( নাম , ঠিকনা এবং ফোন নাম্বার ) দিন।

অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম
photo from hubspot

৪। আপনার ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল ইত্যাদির তথ্য দিন ।

অ্যামাজন (Amazon) থেকে আয়
photo from hubspot

৫। আপনার স্টোর আইডি প্রদান করুন । আপনার ওয়েবসাইটের নাম অনুসারে এটি দিতে পারেন । আপনার ওয়েবসাইটের বিষয়বস্তু ট্রাফিক সোর্স এসব বিষয়ে তথ্য দিন। আপনি যে টপিক শেয়ার করবেন সেটি নির্বাচন করুন ।

অ্যামাজন (Amazon) থেকে আয়
photo from hubspot

৬। আপনি কিভাবে ট্রাফিক নিয়ে আসবেন সে বিষয়ে প্রশ্নের উত্তর দিন। কিভাবে আপনি আয় করে থাকেন, কিভাবে আপনি লিঙ্ক বিল্ডিং করে থাকেন, ইউনিক ভিজিটর, অ্যামাজন এসোসিয়েটস প্রোগ্রামে যুক্ত হওয়ার কারণ ইত্যাদি বিষয় পূরণ করতে হবে ।

অ্যামাজন (Amazon) থেকে আয়
photo from hubspot

৭। আপনি যে ম্যাথড ব্যবহার করে পেমেন্ট নিতে চান সেটি উল্লেখ করুন এবং ট্যাক্স আইডি প্রদান করুন । আপনি চাইলে ট্যাক্স এবং পেমেন্ট তথ্য পরবর্তীতেও দিতে পারেন । সরাসরি ডিপোজিট, অ্যামাজন গিফট সার্টিফিকেট বা চেক এর মাধ্যমে আপনি যে মাসে কমিশন পাবেন সেটি শেষ হওয়ার প্রায় ৬০ দিন পর অ্যামাজন আপনার  পেমেন্ট প্রদান করবে ।

৮। আপনার একাউন্ট খোলা শেষ হলে আপনাকে Personal Associate ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে। সেখানে আপনার আর্নিং ওভারভিউ, মাসিক সামারি এবং মোট ক্লিক ইত্যাদি তথ্য থাকবে । এখন থেকে আপনার সার্চ দিয়ে আপনার প্রাসঙ্গিক পণ্যের লিংক সংগ্রহ করে শেয়ার করতে পারেন ।

অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমে আপনি অ্যামাজন (Amazon) থেকে আয় করতে পারবেন কি পরিমাণে? 

আপনি কত আয় করতে পারবেন সেটি আপনার মার্কেটিং কৌশলের উপর নির্ভর করবে। আপনি ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যদি ভাল দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আপনি ভাল পরিমানে ইনকাম করতে পারবেন ।

সাধারণ অ্যামাজন অ্যাফিলিয়েটরা গড়ে ১০০  ডলার থেকে ২০,০০০ ডলার আয় করে থাকে । আপনি জোট বেশি রেফার করতে পারবেন তত বেশি বিক্রি হবে আর বিক্রি হলেই আপনি কমিশন পাবেন । এক্ষেত্রে যেসব পণ্যের কমিশন রেট বেশি সেসব পণ্য বিক্রি করতে পারলে বেশি আয় করা যায়। নিচে অ্যামাজন রেট এর তালিকা দেওয়া হলো। তালিকাটি অ্যামাজন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

অ্যামাজন কমিশন রেট

২. Amazon FBA (Fulfillment by Amazon) এ পণ্য বিক্রি করে অ্যামাজন (Amazon) থেকে আয়

Amazon FBA হলো একটি জনপ্রিয় মডেল, যেখানে একজন বিক্রেতা তাদের পণ্য Amazon’s global network fulfillment center এ পাঠিয়ে দেন এবং Amazon তার পণ্যগুলো সংরক্ষণ, প্যাকেজিং এবং শিপিং-এর কাজ করে থাকে। বিক্রেতাকে শুধু পণ্য ক্রয়, লিস্টিং এবং প্রচারের দায়িত্ব নিতে হবে। বাকী সব Amazon ম্যানেজ করবে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরণের শতাধিক সেন্টার রয়েছে Amazon এর ।

অ্যামাজন (Amazon) থেকে আয় করার জন্য এটি একটি অন্যতম পথ।  এই মডেল ব্যবহার করলে অ্যামাজন ফ্রি কাস্টমার ডেলিভারি এবং দুই দিনের ভেতর সরবরাহ করে দেওয়ার সুযোগ প্রদান করে। এখানে আপনি আপনি অন্যান্য সার্ভিসের তুলনায় ৭০% কম খরচে শিপিং করতে পারেন।

৩. অ্যামাজন কিন্ডল ডিরেক্ট পাবলিশিং Amazon Kindle Direct Publishing (KDP)

অ্যামাজন কিন্ডল পাবলিশিং

এই প্লাটফর্ম ব্যবহার করে আপনি Amazon এ ইবুক, পেপারব্যাক, বা হার্ডকভার বই প্রকাশ করতে পারবেন । ইবুক বই বিক্রি থেকে আপনি ৭০% পর্যন্ত এবং পেপারবুক এবং হার্ডকপি থেকে ৬০% পর্যন্ত  রয়ালিটি পাবেন। আপনি যত বেশি বই প্রকাশ করতে পারবেন তত বেশি আপনার আয়ের সম্ভাবনা বাড়বে। তবে আপনা রবই প্রকাশ করলেই হবে না অবশ্যই আপনাকে সেটার মার্কেটিং এর কাজটিও ভালোভাবে করতে হবে।

এই টুল ব্যবহার করে আপনি ১০ টির বেশি দেশে ৪৫ টি ভাষায় বই প্রকাশ করতে পারবেন ।

কোন ধরণের বই আপনি অ্যামাজন কিন্ডল ডিরেক্ট পাবলিশিং এ প্রকাশ করতে পারবেন?

এই প্লাটফর্মে আপনি ইবুক এবং প্রিন্ট বুক প্রকাশ করতে পারবেন কিন্তু ম্যাগাজিন, সাময়িকী, ক্যালেন্ডার বা স্পাইরাল বাইন্ডিং করা প্রকাশ করতে পারবেন না।  আপনি বিভিন্ন বিষয়ভিত্তিক বই প্রকাশ করতে পারবেন যেমন:

  • উপন্যাস
  • ব্যবসা ও বাণিজ্য
  • সায়েন্স ফিকশন
  • থ্রিলার বই
  • সিরিজ বই
  • ছোটদের বই
  • কমিক্স
  • রান্নার বই
  • জার্নাল
  • কবিতার বই
  • পাঠ্য বই ইত্যাদি

আরও পড়ুনঃ

৪. Amazon Mechanical Turk (MTurk) এ কাজ করে অ্যামাজন (Amazon) থেকে আয় 

amazon-mturk

MTurk হচ্ছে হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাজগুলো ভার্চুয়ালি করে দেওয়ার জন্য জব অফার করে । এর মধ্যে রয়েছে ডেটা এন্ট্রি বা ডেটার সঠিকতা যাচাই, বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কাজ, রিভিউ, সার্ভে ইত্যাদি ছোট ছোট কাজ ।

এই প্লাটফর্ম থেকে আপনি কত আয় তার কোন নির্দিষ্ট নিয়ম নেই । কোম্পানি সাথে আপনি যেভাবে চুক্তি করবেন আপনি সেভাবেই পেমেন্ট পাবেন । বর্তমানে ইউএস, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া এবং আরো কিছু দেশে এই সার্ভিস রয়েছে।

৫. অ্যামাজন হ্যান্ডমেইড (Amazon Handmade)

Amazon Handmade হলো একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি হাতে তৈরি পণ্য বিক্রি করতে পারেন। এই প্লাটফর্মটি কারুশিল্পীদের কথা মাথায় রেখেই করা হয়েছে । আপনি যদি একজন দক্ষ কারুশিল্পী হয়ে থাকেন তাহলে আপনি সহজেই এই প্লাটফর্ম থেকে ভাল পরিমানে আয় করতে পারবেন ।

এখানে আপনি মোট ১৪ ক্যাটাগরির পণ্য বিক্রয় করতে পারবেন। যেমন

  • এক্সেসরিজ
  • আর্টওয়ার্ক
  • ছোটদের পণ্য
  • বিউটি এবং পার্সোনাল কেয়ার
  • জামাকাপড়
  • জুতা এবং হ্যান্ডব্যাগ
  • বাড়ির জিনিসপত্র
  • বাড়ি বাইরে এবং ভেতরে সাজানোর জিনিসপত্র
  • রান্নাঘরের জিনিসপত্র
  • পোষা প্রাণীর জিনিসপত্র
  • খেলাধুলার সামগ্রী
  • ষ্ট্যাশনারি আইটেম
  • পুতুল

Amazon Handmade এ বিক্রয় করার জন্য আপনাকে একটি সেলার একাউন্ট খুলতে হবে । তারপর আপনাকে হাতের তৈরি পণ্য লিস্টিং করতে হবে।

আপনি যত ইচ্ছা পণ্য লিস্ট করতে পারবেন এজন্য আপনাকে কোন ফি দিতে হবে না। তবে বিক্রয় প্রতি Amazon ১৫% রেফারেল ফি নিয়ে থাকে। পণ্য পৌঁছার পর আপনি প্রতি দুই সপ্তাহে পেমেন্ট পাবেন।

. অ্যামাজন ইনফ্লুয়েন্সার প্রোগ্রাম (Amazon Influencer Program)

amazon-influencer-program

অ্যামাজন (Amazon) থেকে আয় করার জন্য ইনফ্লুয়েন্সারদের কাছে এই প্লাটফর্মটি খুব জনপ্রিয়। ইনফ্লুয়েন্সার হচ্ছে এমন ব্যক্তি যাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অনুসারী আছে।

বিশেষ করে ফেসবুক, ইউটিউব,ইনস্টাগ্রাম বা টিকটিকে একাউন্ট থাকতে হবে। এসব মাধ্যমে আপনার অনুসারীর পাশাপাশি অনুসারীদের এনগেজমেন্ট কেমন সেটাও যাচাই করা হবে ।

যেকোন ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার এই প্রোগ্রামে যুক্ত হতে পারবে। ইনফ্লুয়েন্সাররা নিজেদের মত করে প্রোডাক্ট প্রমোট করবে। তবে অ্যামাজন (Amazon) এর পোস্টিং গাইডলাইন মেনে পোস্ট করতে হবে। কোন পণ্য বিক্রি হলে তার বিনিময়ে অ্যাফিলিয়েটরা কমিশন পাবেন।

যেভাবে শুরু করবেন : 

  • প্রথমে এই প্রোগ্রামে যুক্ত হয়ে একটি স্বপফ্রন্ট তৈরি করতে হবে। এজন্য আপনাকে একটি একটি ইউরাল প্রদান করা হবে যার মাধ্যমে আপনি অ্যামাজনে থাকে আপনার পেইজ কাস্টমাইজ করতে পারবেন ।
  • কন্টেন্ট তৈরি করুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাফিলিয়েট লিংক প্রচার করে গ্রাহকদের পণ্য কিনতে উৎসাহিত করুন ।
  • প্রতিটি বিক্রয়ের বিপরীতে কমিশন লাভ করুন ।

. Merch by Amazon

Merch by Amazon একটি প্রিন্ট অন ডিমান্ড সেবা । এখানে একজন ডিজাইনার তার ডিজাইন করা শার্ট, হুডি, এক্সেসরিজ বা অন্য কিছু আপলোড করেন। তারপর তিনি একটি দাম নির্ধারণ করেন ।

তারপর কোন গ্রাহক যখন এটি ক্রয় করেন তখন অ্যামাজন সেটা তৈরি এবং প্রিন্ট করে গ্রাহকের কাছে পৌঁছে দেয়। এর বিনিময়ে ডিজাইনার মাসিক রয়্যালটি পেয়ে থাকেন । অ্যামাজন রয়্যালটি পেজ থেকে রয়্যালটি ক্যালকুলেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ।

ছবি আপলোড করার জন্য ৩০০ ডিপিএই পিএনজি (dpi PNG) ফরম্যাট হলে ভাল হয়। ইমেজ সাইজ ১৫*১৮ ইঞ্চি (যে জায়গায় প্রিন্ট করা হবে)।

ডিজাইনার তার ডিজাইন করা পণ্যের কোন স্যাম্পল অ্যামাজন থেকে চাইতে পারে না। যদি তিনি দেখতে চান তার ডিজাইন করা পণ্য দেখতে হবে তাহলে তাকে ক্রয় করতে হবে। আপনি চাইলে একই ডিজাইন অন্য কোন প্লাটফর্মেও প্রকাশ করতে পারবেন তাতে Amazon আপত্তি করবে না।

পাঠক জিজ্ঞাসা 

আমি কি অ্যামাজন (Amazon) থেকে আয় করতে পারবো? 

অবশ্যই পারবেন। আপনি জানেন কি অ্যামাজন এর ৬০% এর বেশি বিক্রয় হয় ব্যক্তি কেন্দ্রিক বিক্রেতাদের? আপনি শুধু সঠিকভাবে আপনার পণ্যকে প্রমোট করবেন বা অন্যের পণ্যকে প্রমোট করবেন আর অ্যামাজন (Amazon) থেকে আয় করবেন ।

কোন বিনিয়োগ ছাড়া অ্যামাজন (Amazon) থেকে আয় করা যায়? 

হ্যা আপনি বিনিয়োগ ছাড়া বা অল্প বিনিয়োগে অ্যামাজন (Amazon) থেকে আয় করতে পারবেন । আপনি চাইলে ড্রপশিপিং ব্যবসা করতে পারেন, ইবুক বিক্রি করতে পারেন বা অ্যাফিলিয়েট করে আয় করতে পারেন ।

রিভিউ করে কি অ্যামাজন (Amazon) থেকে আয় করা যায়?

আপনি যদি বিশ্বাসযোগ্য খুব ভাল রিভিউ দিতে পারেন তাহলে অ্যামাজন আপনাকে Amazon Vine প্রোগ্রামে আমন্ত্রণ জানাতে পারে এবং সেখানে জয়েন করলে আপনাকে তারা ফ্রি প্রোডাক্ট অফার করবে কিন্তু কোন অর্থ প্রদান করবে না।

উপসংহার

পরিশেষে বলা যায়, অ্যামাজন (Amazon) থেকে আয় করার জন্য বিভিন্ন উপায় রয়েছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, FBA, Kindle পাবলিশিং এবং হস্তশিল্প বিক্রি ইত্যাদি। আপনি আপনার দক্ষতা এবং পছন্দ অনুযায়ী Amazon-এর বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করে ভাল পরিমাণে আয় করতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments