HomeDigital MarketingSEOব্যাক লিংক কি? কিভাবে ভাল ব্যাক লিংক পাওয়া যায়?

ব্যাক লিংক কি? কিভাবে ভাল ব্যাক লিংক পাওয়া যায়?

এক্সটার্নাল লিংক বিল্ডিং (External Link Building) বা ব্যাক লিংক বিল্ডিং হচ্ছে অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের পেইজে লিঙ্ক পাওয়ার একটি প্রক্রিয়া।

সার্চ ইঞ্জিন ব্যাক লিংককে অনেক গুরুত্ব দিয়ে থাকে, এজন্য কোন সাইটে ভাল মানের ব্যাক লিংক থাকলে সার্চ ইঞ্জিন সেই সাইটের কনটেনকে মূল্যবান এবং বিশ্বাসযোগ্য মনে করে। এর ফলে সার্চ ইঞ্জিন ভাল ব্যাক লিংক থাকা ওয়েবসাইটের কন্টেন্টকে সার্চ রেজাল্টে প্রথমদিকে প্রদর্শন করার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে ।

ব্যাক লিংক বিল্ডিং কেন গুরুত্বপূর্ণ

ব্যাক লিংক যেকোনো ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  নিচে ব্যাক লিংকের গুরুত্ব নিয়ে আলোচনা করা হলো

সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে

উচ্চমানের এবং প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পেলে সার্চ ইঞ্জিন আপনাকে একটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট হিসেবে বিবেচনা করে। এর ফলে সার্চ র‍্যাঙ্কিংএ আপনার ওয়েবসাইটের অবস্থান উন্নত হয়।

উপরের ছবিতে দেখুন। আমি “how to get backlinks for my website” গুগলে সার্চ দিয়েছি তারপর উপরের ওয়েবসাইটটিকে সার্চ রেজাল্টে দুই নাম্বারে স্থান দিয়েছে । তারপর আমি তারপর আমি ahref থেকে সেই ওয়েবসাইটের ব্যাক লিংক সার্চ করে বের করলাম । দেখুন ওদের ৬. ৫৫ লক্ষ ব্যাক লিংক আছে এবং বেশিরভাগ লিংক ডো ফলো (do follow)। ডো ফলো দিয়ে বুঝায় যে ওয়েবসাইট তাদের লিংক শেয়ার করেছে তারা সেটাকে অনেক বিশ্বাসযোগ্য মনে করে।

ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি করে

গুণগত মানসম্পন্ন সাইট থেকে লিঙ্ক পেলে আপনার ডোমেইন অথরিটি (Domain Authority) বৃদ্ধি পায়, যা সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটকে শক্তিশালী করে।

উপরের ছবিতে আপনি দেখতে পাচ্ছেন backlinko.com ওয়েবসাইটের ডোমেইন রেটিং ৯০ অর্থাৎ তারা অনেক ভাল ওয়েবসাইট থেকে লিংক পেয়েছে এবং তাদের সার্বিক গঠন এবং কন্টেন্ট সার্চ ইঞ্জিনের কাছে খুবই বিশ্বাসযোগ্য।

ওয়েবসাইটে ট্রাফিক বাড়ায়

অন্য সাইট থেকে লিংক পেলে সেই সাইটের দর্শকরা আপনার সাইটে আসতে পারে, ফলে ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি পায়। semrush থেকে যখন তাদের ব্যাক লিংক বিশ্লেষণ করলাম তখন দেখা গেল backlinko.com এর ব্যাক লিংকের পরিমান ১.৭ মিলিয়ন। মাসিক ভিজিটরের সংখ্যা ১.৪ মিলিয়ন। তাহলে বুঝতেই পারছেন ভাল ব্যাক লিংক কি পরিমান ভিজিটর বাড়াতে ভূমিকা পালন করে।

আরো পড়ুন:  ইন্টারনাল লিংকিং কিভাবে করতে হয়?

ভাল মানের ব্যাক লিংক কিভাবে পাওয়া যায়?

১. গুণগত মানসম্পন্ন কনটেন্ট তৈরি করুন

ভাল ব্যাক লিংক পেতে হলে সবার আগে আপনার ওয়েবসাইটে উচ্চমানের কনটেন্ট থাকতে হবে, যা পাঠক বা ব্যবহারকারীর জন্য মূল্যবান এবং তথ্যবহুল। যদি আপনার কনটেন্ট ভালো হয়, তবে অন্য ওয়েবসাইটগুলো স্বাভাবিকভাবেই আপনাকে রেফার করবে।

উদাহরণ: একটি নির্দিষ্ট বিষয়ে গভীর গবেষণাভিত্তিক আর্টিকেল, ইনফোগ্রাফিক, বা টিউটোরিয়াল তৈরি করলে অন্য সাইটগুলি সেগুলোর লিঙ্ক করতে চাইবে।

২. গেস্ট পোস্টিং (Guest Posting)

অন্যান্য ওয়েবসাইট বা ব্লগে গেস্ট পোস্ট লিখে লিঙ্ক পেতে পারেন। গেস্ট পোস্টিং করতে হলে প্রথমে প্রাসঙ্গিক এবং আপনার নিশের সাথে সম্পর্কিত ব্লগ বা সাইট খুঁজুন এবং সেখানে কনটেন্ট জমা দিন। সেই কন্টেন্টের মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক অন্তর্ভুক্ত করুন।

কীভাবে করবেন: “Guest post guidelines” বা “Write for us” সার্চ করুন এবং ব্লগ বা সাইটে জমা দেওয়ার প্রক্রিয়া অনুসরণ করুন।

৩. ব্রোকেন লিংক বিল্ডিং (Broken Link Building)

এটি একটি জনপ্রিয় লিংক বিল্ডিং কৌশল, যেখানে আপনি অন্য সাইটে থাকা ব্রোকেন বা ডেড লিঙ্কগুলো খুঁজে বের করেন এবং তাদেরকে প্রস্তাব করেন যে সেই লিঙ্কের পরিবর্তে আপনার প্রাসঙ্গিক কনটেন্টের লিঙ্ক যুক্ত করতে।

কীভাবে করবেন: SEO টুল (যেমন Ahrefs বা SEMrush) ব্যবহার করে নির্দিষ্ট ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক খুঁজুন, এরপর সাইটের মালিককে একটি ইমেইল পাঠিয়ে আপনার লিঙ্ক যুক্ত করার প্রস্তাব দিন।

উপরের ছবিতে দেখতে পাচ্ছে আমি প্রথম আলোর ব্রোকেন লিংক বের করে দেখলাম। এখানে দেখা যাচ্ছে প্রথম আলোর ১৪ হাজার ব্রোকেন লিংক আছে। এখন আপনার কাজ হচ্ছে সেই লিংক রিপোর্টে দেখা সেখানে আপনার সাইটের কন্টেন্ট সম্পর্কিত কন্টেন্ট আছে কিনা।  যদি পেয়ে যান তখন তাদেরকে আপনার কন্টেন্টের লিংকসহ মেইল করুন। তারা যদি আপনার কন্টেন্টকে যোগ্য মনে করে তাহলে তারা আপনার লিংককে যুক্ত করবে ।

৪. ইনফোগ্রাফিক বা ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরি করুন

ইনফোগ্রাফিক বা ভিজ্যুয়াল কন্টেন্ট অন্যান্য ওয়েবসাইটের জন্য খুবই আকর্ষণীয় হয়। আপনি যদি তথ্যবহুল ইনফোগ্রাফিক তৈরি করতে পারেন, তবে অন্যান্য সাইটগুলো আপনার কনটেন্ট লিঙ্ক করতে চাইবে।

ইনফোগ্রাফিক বা ভিডিও তৈরি করে তা আপনার ওয়েবসাইটে আপলোড করুন এবং অন্যান্য ওয়েবসাইটের মালিকদের সাথে শেয়ার করুন। canva এর মত ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে ইনফোগ্রাফ তৈরী করতে পারবেন । ওদের তৈরী করা অনেক টেমপ্লেট আছে সেগুলো আপনি খুব সহজেই এডিট করতে পারবেন ।

আরও পড়ুন : পেইজ লোড স্পীড বাড়ানোর উপায়

৫. প্রতিযোগী বিশ্লেষণ (Competitor Analysis)

আপনার প্রতিযোগীদের ওয়েবসাইটগুলো থেকে কোন সাইটগুলো তাদেরকে ব্যাকলিংক দিচ্ছে তা বিশ্লেষণ করুন এবং সেই সাইটগুলোতে আপনিও লিঙ্ক পাওয়ার চেষ্টা করুন।

কীভাবে করবেন: Ahrefs, Moz, বা SEMrush এর মতো টুল ব্যবহার করে প্রতিযোগীদের ব্যাকলিংক প্রোফাইল বিশ্লেষণ করুন এবং সেসব সাইটের সাথে যোগাযোগ করে আপনার সাইটের লিঙ্ক যুক্ত করার অনুরোধ করুন।

moz ব্যবহার করে আপনি আপনার প্রতিযোগীর টপ লিঙ্কিং ডোমেইন লিংকিং খুব সহজেই বের করতে পারবেন । উপরের ছবিতে দেখতে পাচ্ছে 10minuteschool এর টপ ব্যাক লিঙ্ক ওয়েবসাইট। তারা এসব হয় ডোমেইন রেটেড ওয়েবসাইট থেকে ব্যাক লিংক পেয়েছে।

 

Ahrefs ব্যবহার করে আমি টপ লিংকিং ডোমেইন ছাড়াও অন্যান্য ওয়েবসাইট কোন কোন ওয়েবসাইট টেন মিনিটস স্কুল ব্যাক লিঙ্ক পেয়েছে সেগুলো দেখলাম । আপনি এভাবে আপনার প্রতিযোগীর ব্যাকলিংক বের করে সেসব ওয়েবসাইট থেকে আপনি লিংক পাওয়ার চেষ্টা করুন ।

৬. HARO (Help a Reporter Out)

HARO একটি প্ল্যাটফর্ম যা সাংবাদিকদের তথ্য সরবরাহ করে এবং আপনি সেখানে আপনার অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ মতামত দিতে পারেন। যদি তারা আপনার তথ্য ব্যবহার করে তখন তারা আপনার সাইটের লিঙ্ক প্রদান করবে।

কীভাবে করবেন: HARO তে সাইন আপ করুন এবং আপনার নিশের সাথে সম্পর্কিত সাংবাদিকের অনুরোধের উত্তর দিন।

৭. প্রাসঙ্গিক ডিরেক্টরিতে যুক্ত করুন:

আপনার ওয়েবসাইটের তথ্য বিভিন্ন প্রাসঙ্গিক এবং উচ্চমানের অনলাইন ডিরেক্টরিতে জমা দিন। বিশেষ করে যদি আপনার ব্যবসার স্থানীয় উপস্থিতি থাকে, তবে লোকাল ডিরেক্টরিগুলোতে লিঙ্ক পাওয়া খুবই কার্যকর হবে।

উদাহরণ: Yelp, Yellow Pages, বা স্থানীয় ব্যবসায়িক ডিরেক্টরি।

৮. সোশ্যাল মিডিয়া ইমেইল আউটরিচ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইমেইল আউটরিচের মাধ্যমে আপনার কনটেন্ট প্রচার করুন এবং আপনার ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক ওয়েবসাইটগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলুন, যাতে তারা আপনার কনটেন্ট লিঙ্ক করতে আগ্রহী হয়। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কন্টেন্ট তৈরী করে থাকেন অন্য একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা ব্লগারের সাথে সম্পর্ক তৈরী করার চেষ্টা করুন ।

কীভাবে করবেন: ব্লগার, ইনফ্লুয়েন্সার বা ওয়েবসাইটের মালিকদের সাথে ইমেইল করে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কনটেন্ট শেয়ার করুন এবং তাদের আপনার লিঙ্ক শেয়ার করার অনুরোধ জানান।

উপসংহার

এক্সটার্নাল লিংক বা ব্যাক লিংক বিল্ডিং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর জন্য  ধৈর্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন। উচ্চমানের কনটেন্ট তৈরি করা, গেস্ট পোস্টিং ব্রোকেন লিংক খুঁজে বের করা এবং প্রতিযোগী বিশ্লেষণ করা লিঙ্ক বিল্ডিংয়ের কিছু কার্যকর কৌশল। ভাল মানের লিঙ্ক পেলে আপনার ওয়েবসাইটের SEO, ট্রাফিক এবং ডোমেইন অথরিটি উন্নত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments