HomeDigital Marketingমোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করার কৌশল

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করার কৌশল

ডিজিটাল মার্কেটিং বর্তমান যুগের এমন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা ব্যবসা ও পণ্য প্রচারের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মোবাইল ফোনের প্রযুক্তিগত উন্নতির ফলে এখন আপনি চাইলে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন।

মোবাইল ফোন ব্যবহার করে একজন মার্কেটার চাইলেই  সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেইল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, পিআর মার্কেটিং করতে পারে।

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং কিভাবে করবেন?

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করার জন্য আপনাকে যা করতে হবে:

১. মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শুরুর প্রস্তুতি

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করতে হলে প্রথমেই কিছু বিষয় পরিষ্কার করতে হবে:

i. লক্ষ্য নির্ধারণ করুন:

প্রথমেই আপনার লক্ষ্য ঠিক করতে হবে। আপনি ঠিক কোন ধরনের কাজ করতে চান সে বিষয়ে আপনাকে ডিজিটাল মার্কেটিং শুরু করার আগেই ঠিক করতে হবে। আপনার লক্ষ্য বিভিন্ন ধরণের হতে পারে, যেমন :

  • পণ্য বা সেবা বিক্রি করা
  • ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি করা
  • ক্লায়েন্টের জন্য ফ্রিল্যান্স কাজ করা
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা
  • ইমেইল মার্কেটিং করা

ii. সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করুন:

প্রাথমিক লক্ষ্য নির্ধারণ হয়ে গেলে আপনাকে লক্ষ্য অনুযায়ী সঠিক প্লাটফর্ম বেছে নিতে হবে। যে প্ল্যাটফর্মে আপনার টার্গেট অডিয়েন্স সবচেয়ে বেশি সময় কাটায়, সেখানেই ফোকাস করুন। উদাহরণ:

iii. প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করুন:

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করার জন্য আপনাকে কিছু অ্যাপ ডাউনলোড করতে হবে। এসব অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং কার্যক্রম শুরু করতে পারবেন। তবে মনে রাখতে হবে মোবাইলের সীমাবদ্ধতার কথা।

  • কনটেন্ট ক্রিয়েশন: Canva, Snapseed
  • ভিডিও এডিটিং: CapCut, InShot
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট: Buffer, Hootsuite
  • ইমেল মার্কেটিং: Mailchimp, Zoho চাম্পাইগ্নস

আরও পড়ুন : একজন নতুন মার্কেটার হিসেবে কিভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন?

২. সোশ্যাল মিডিয়া মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে হচ্ছে শক্তিশালী মার্কেটিং ক্ষেত্র। আপনি যদি মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে বেছে নিতে পারেন, কারণ মোবাইল দিয়ে খুব সহজেই মার্কেটিং করতে পারবেন।

i. ফেসবুক মার্কেটিং:

  • ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথমেই একটি Facebook Business Page খুলুন।
  • পেজের কভার এবং প্রোফাইল ছবি পেশাদারভাবে ডিজাইন করুন।
  • পোস্টের ধরন:
    • তথ্যবহুল লেখা, ছবি এবং ভিডিও পোস্ট করুন।
    • লাইভ সেশন আয়োজন করুন।
    • কাস্টমারদের রিভিউ শেয়ার করুন।
  • Boost Post অপশন ব্যবহার করে আপনি বিশাল পরিমাণ গ্রাহকদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। তবে এজন্য আপনাকে ফেসবুকে কিভাবে বিজ্ঞাপন দিতে হয় সে সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে।

ii. ইনস্টাগ্রাম মার্কেটিং:

  • ভিজুয়াল কনটেন্টের জন্য ইনস্টাগ্রাম একটি  আদর্শ প্লাটফর্ম।
  • Instagram Stories এবং Reels ব্যবহার করে আপনি আপনার পণ্য বা সেবা সম্পর্কে প্রচার চালান।

iii. টিকটক মার্কেটিং:

  • টিকটকে ডিজিটাল মার্কেটিং করার জন্য ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করুন।
  • ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করুন।
  • সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল ভিডিও তৈরি করুন যাতে গ্রাহকরা আপনার কন্টেন্টের প্রতি আকর্ষিত হয়।

iv. ইউটিউব মার্কেটিং:

  • ইউটিউব মার্কেটিং করার জন্য মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে তা এডিট করুন।
  • কন্টেন্টের মধ্যে Call-to-Action (CTA) যোগ করুন।
  • কাস্টমার সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করুন। ভিডিও তৈরি করার পর কাস্টমারদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন।

৩. কন্টেন্ট তৈরি ও প্রচার করার মাধ্যমে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং

i. কন্টেন্ট আইডিয়া জেনারেট করুন:

  • কন্টেন্ট মার্কেটিং শুরু করার জন্য প্রথমেই আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট আইডিয়া তৈরি করার জন্য আপনাকে ভাল ভাল কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ ফলো করতে হবে। এছাড়া বিভিন্ন প্লাটফর্ম যেমন  Google Trends এবং AnswerThePublic ব্যবহার করে টপিক খুঁজে বের করুন।
  • আপনার টার্গেট অডিয়েন্সের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন।

ii. কন্টেন্ট ফরম্যাট:

  • ইনফোগ্রাফিক্স: মোবাইল দিয়ে আপনি সহজেই ইনফোগ্রাফিক তৈরি করতে পারেন। Canva এমন একটি টুল যা দিয়ে আপনি  সহজেই ইনফোগ্রাফিক  তৈরি করতে পারবেন।
  • ব্লগ: কন্টেন্ট মার্কেটিং করার আপনি ব্লগিং করতে পারেন। ব্লগিং এমন একটি মাধ্যম যেটি ব্যবহার করে আপনি বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবেন আবার ব্লগিং করে আয় করতে পারবেন বিভিন্নভাবে। WordPress প্লাটফর্ম  ব্যবহার করে আপনি খুব সহজেই ব্লগ তৈরি করতে পারবেন।
  • ভিডিও কন্টেন্ট: CapCut দিয়ে মোবাইলে ভিডিও এডিট করুন।

আরও পড়ুন : কন্টেন্ট মার্কেটিং কি? কিভাবে কন্টেন্ট মার্কেটিং করা হয়?

iii. রেগুলার পোস্টিং প্ল্যান:

  • একটি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করুন।
  • নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কন্টেন্ট পোস্ট করুন। নিয়মিত পোস্টিং করলে আপনার গ্রাহকশ্রেণী দ্রুত বৃদ্ধি পাবে।

৪. ইমেল মার্কেটিং করে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং 

ইমেল মার্কেটিং একটি শক্তিশালী মাধ্যম যা সরাসরি কাস্টমারদের কাছে পৌঁছানোর সুযোগ দেয়। ইমেইল মার্কেটিং করার জন্য আপনাকে নিচের কাজগুলো করতে হবে:

i. ইমেল লিস্ট তৈরি করুন:

  • ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে Subscription Form যুক্ত করুন। এর ফলে আপনি অনেক ইমেইল পেয়ে যাবেন।
  • গুগল ফর্মের ব্যবহার করে ইমেল সংগ্রহ করতে পারেন।

ii. ইমেল টেমপ্লেট তৈরি করুন:

  • Mailchimp বা Zoho Campaigns ব্যবহার করুন করে ইমেইল টেম্পলেট তৈরি করতে পারেন।
  • মোবাইল ফ্রেন্ডলি ইমেল ডিজাইন করুন। কারণ ব্যস্তময় এই সময়ে মানুষ কম্পিউটারের চেয়ে মোবাইলেই বেশি মেইল চেক করে থাকে।

iii. ইমেল ক্যাম্পেইন ম্যানেজ করুন:

  • আপনার সংগ্রহ করা ইমেইলে সাপ্তাহিক বা মাসিকভিত্তিতে ইমেল পাঠান।
  • কাস্টমারদের জন্য অফার, ডিসকাউন্ট, বা নতুন পণ্য থাকলে তা মেইলে জানিয়ে দিন।

৫. বিজ্ঞাপন চালানোর কৌশল

i. Facebook Ads:

  • ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য Ads Manager ব্যবহার করুন।
  • সঠিক টার্গেট অডিয়েন্স নির্বাচন করুন (বয়স, লোকেশন, আগ্রহ ইত্যাদি)।
  • বিজ্ঞাপনের জন্য আকর্ষণীয় ছবি ও ভিডিও তৈরি করুন। এসব কাজ আপনি সহজেই মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন।

ii. Google Ads:

  • মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনি google ads ব্যবহার করতে পারেন৷ বর্তমানে অনেল ডিজিটাল মার্কেটার গুগল অ্যাডসকে তাদের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করেছে।
  • বিভিন্ন ধরণের অ্যাড যেমন: Local Ads, Display Ads, বা Video Ads চালাতে পারেন।

iii. TikTok Ads:

  • TikTok Business Center ব্যবহার করে সহজেই বিজ্ঞাপন সেটআপ করুন।

৬. মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এ রেভিনিউ মডেল এবং আয়ের উপায়

ডিজিটাল মার্কেটিং থেকে আয়ের কিছু সাধারণ উপায়:

  • অ্যাফিলিয়েট মার্কেটিং: পণ্য বা সেবার লিঙ্ক শেয়ার করে কমিশন উপার্জন। আপনি খুব সহজেই মোবাইল এর মাধ্যমে  অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন।
  • ব্র্যান্ড স্পন্সরশিপ: ব্র্যান্ডদের প্রমোশনের জন্য কাজ করা। অর্থাৎ আপনি কোন ব্র‍্যান্ডের সাথে কোলাবোরেশান এর মাধ্যমে আয় করতে পারেন।
  • পণ্য বিক্রয়: নিজস্ব পণ্য বা ড্রপশিপিং ব্যবসা শুরু করা। ড্রপশিপিং করে আপনি ভাল পরিমাণে আয় করতে পারেন।
  • ফ্রিল্যান্স কাজ: ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি কাজ আপনি খুব সহজেই মোবাইল এর মাধ্যমে করতে পারেন।

৭. মার্কেটিং কার্যক্রম বিশ্লেষণ (Analytics)

i. Social Media Insights:

  • Facebook, Instagram, এবং TikTok এর Insights ফিচার ব্যবহার করে আপনি খুব সহজেই মার্কেটিং কার্যক্রম বিশ্লেষণ করতে পারবেন।
  • কোন পোস্ট ভালো পারফর্ম করছে তা দেখুন এবং সেগুলো কেন ভাল করছে এবং অন্যগুলো কেন ভাল করছে না তা রিসার্চ করে বের করুন।

ii. Google Analytics:

  • আপনার ওয়েবসাইটের ট্রাফিক ও অডিয়েন্স সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করুন।

iii. Email Campaign Tracking:

  • Mailchimp বা Zoho Campaigns এর মাধ্যমে ইমেল রিপোর্ট ট্র্যাক করুন।

৮. সময় এবং কৌশল ব্যবস্থাপনা

  • Time Management Apps: Trello, Asana ইত্যাদির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার টাইম ম্যানেজমেন্ট করত্ব পারবেন।
  • প্রতিদিন ২-৩ ঘণ্টা কাজ করুন এবং ফলাফল পর্যবেক্ষণ করুন।
  • যেসব কাজকে অগ্রাধিকার দিতে হবে সেগুলো আগে করুন।

পরিশেষে

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করা তখনই সম্ভব হবে যখন আপনি অনেক ধৈর্য্য সহকারে কাজ করতে পারবেন।

কারণ মোবাইলের ছোট্ট স্ক্রিন এবং অন্যান্য ফাংশনাল সীমাবদ্ধতার কারণে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু আপনি যদি একাগ্রচিত্তে কাজ শিখে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করে যান আশা করি আপনি সফল হবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments