Home Freelancing Guidelines ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি ? ৫ টি সেরা মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত ।

    ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কি ? ৫ টি সেরা মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত ।

    ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস 

    ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে একটি অনলাইন কাজের প্লাটফর্ম যেখানে স্বাধীনভাবে কাজ করতে ইচ্ছুক ব্যক্তি এবং কাজ করিয়ে নেওয়ার জন্য খন্ডকালীন চাকরি দিতে ইচ্ছুক ব্যক্তি বা কোম্পানির মধ্যে সংযোগ স্থাপন হয় ।

    ফ্রিল্যান্সিং মার্কেটেপ্লেস এ ক্লায়েন্টরা তাদের কাজ করিয়ে নেওয়ার জন্য চাকরি অফার করে থাকে এবং ফ্রিল্যান্সারের সেখানে আবেদন করে। আবার ফ্রিল্যান্সাররাও অর্থ উপার্জনের জন্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এ নিজেরদের সার্ভিস অফার করে থাকে এবং ক্লায়েন্ট সেসব অফার দেখে যদি পছন্দ করে তাহলে সেই সার্ভিস ক্রয় করে।

    এই মার্কেটপ্লেসের একটা বড় সুবিধা হচ্ছে সারা বিশ্বের ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট এক জায়গায় একত্র হতে পারে এবং ক্লায়েন্টরা তাদের পছন্দ অনুযায়ী সারা বিশ্ব থেকে ফ্রিল্যান্সার হায়ার করতে পারে ।

    ৫ টি সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস 

    ১। আপওয়ার্ক (Upwork)
    ২। ফাইবার (Fiverr)
    ৩। ফ্রিল্যান্সার (Freelancer)
    ৪। গুরু (Guru)
    ৫। ৯৯ ডিজাইন (99designs)

    . আপওয়ার্ক (Upwork) 

    সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে আপওয়ার্ক হচ্ছে অন্যতম । এই মার্কেটপ্লেস এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ফ্রিল্যান্সাররা খুব সহজে কাজ খুঁজে পেতে পারে এবং ক্লায়েন্টরাও যোগ্য কাজের লোক পেয়ে যায়।

    পৃথিবী জুড়ে ১৮০ টি দেশের মানুষ এই প্লাটফর্ম ব্যবহার করে থাকে । ১৮ মিলিয়নের বেশি ফ্রিল্যান্সার এবং ৮  মিলিয়নের বেশি ক্লায়েন্ট এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ব্যবহার করে থাকে ।  ফ্রিল্যান্সাররা গড়ে প্রতি ঘন্টায় ৩৯ দলের যায় করে থাকে । আপওয়ার্কে ফ্রিল্যান্সারদের মধ্যে ৬৬ % যুক্তরাষ্ট্রের, ৯% ভারতের, কানাডা ২% এবং অন্যান্য ২০%।

    আপওয়ার্ক কিভাবে কাজ করে? ক্লায়েন্ট তাদের প্রয়োজন অনুযায়ী জব পোস্ট করবে । ফ্রিল্যান্সাররা তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতার সাথে সংগতিপূর্ণ কাজে বিড করবে এবং ক্লায়েন্ট যাকে যোগ্য মনে করবে তাকে কাজ দিবে । কাজ সমাপ্ত করার পর ক্লায়েন্টের কাছ বিভিন্ন পেমেন্ট ম্যাথড যেমন সরাসরি ডিপোজিট, পেপাল, পেওনিয়ার, ব্যাঙ্ক ট্রান্সফার ইত্যাদি ম্যাথড ব্যবহার করে পেমেন্ট বুঝে নিবেন ।,

    সুবিধা

    কোন খরচ ছাড়াই শুরু করা যায় 

    এই প্লাটফর্মের বড় সুবিধা হচ্ছে আপনি ফ্রিতেই এদের প্লাটফর্ম ব্যবহার করার সুযোগ পাবেন ।

    উচ্চ বেতনের চাকরি 

    ফ্রিল্যান্সিং প্লাটফর্মগুলোর মধ্যে আপওয়ার্কে আপনি অনেক উচ্চ বেতনের চাকরি খুঁজে পাবেন। আপওয়ার্কের তথ্য মোতে যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ ফ্রিল্যান্সার ঘন্টায় গড়ে ৫০ ডলার যায় করে থাকে ।

    সহজে চাকরি খোঁজা যায়

    তাদের সার্চ ফিল্টার ব্যবহার করে আপনি খুব সহজে আপনার সাথে প্রাসঙ্গিক কাজ দ্রুত খুঁজে বের করতে পারবেন । যেমন প্রজেক্ট দৈর্ঘ্য, কাজের মেয়াদ, কাজের মূল্য, ক্লায়েন্ট এর ধরণ ইত্যাদি ক্যাটাগরি দিয়ে সার্চ ফিল্টার করা যায়।

    ট্র্যাকিং সুবিধা 

    আপওয়ার্ক ডেক্সটপ অ্যাপের মাধ্যমে আপনি আপনার ঘন্টা অনুযায়ী কাজ ট্র্যাক করতে পারবেন এবং সে অনুযায়ী অর্থ দাবি করতে পারবেন । এর ফলে আপনার পেমেন্ট কম পাওয়ার কোন সুযোগ থাকবে না।

    ফিক্সড প্রাইস এবং ঘন্টা প্রতি কাজের বিনিময়ে আয়ের সুবিধা

    এই প্লাটফর্মে আপনি দুই ভাবে কাজ পেতে পারেন, ১। ফিক্সড প্রাইস ভিত্তিক কাজ এবং ২। ঘন্টাভিত্তিক কাজ। আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন ।

    অসুবিধা

    আপওয়ার্ক যদিও ফ্রিল্যান্সারদের আয়ের এবং ক্লায়েন্টদের ফ্রিল্যান্সার পাওয়ার সুযোগ করে দিচ্ছে তারপরও এই প্লাটফর্মের কিছু অসুবিধা আছে, যেমন:

    উচ্চ প্রতিযোগিতা

    সেহেতু এই প্লাটফর্মে কয়েক মিলিয়ন ফ্রিল্যান্সার কাজ করে তাই এখানে কাজ পাওয়া বেশ কঠিন বিশেষ করে যতদিন পর্যন্ত আপনার পোর্টফলিও বড় হবে এবং ভাল রিভিউ পাবেন।

    সার্ভিস ফি

    আপনি যা আয় করবেন তার ১০% আপওয়ার্ক সার্ভিস ফি হিসেবে কেটে নিবে। ঘন্টাভিত্তিক কাজ, ফিক্সড প্রাইস ভিত্তিক কাজ বা প্রজেক্ট ভিত্তিক ইত্যাদি সব কাজের ক্ষেতেই এটি প্রযোজ্য হবে।

    ভিন্ন টাইম জোন সমস্যা

    যেহেতু পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে সার্ভিস প্রদান করে তাই কাজ করার ক্ষেত্রে টাইম জোন সমস্যার সৃষ্টি হয়। দেখা ফ্রিল্যান্সারের দেশে যখন সকাল ক্লায়েন্টের দেশে তখন রাত। এর ফলে সঠিক যোগাযোগ করার ক্ষেত্রে সমস্যা হয়।

    আরও পড়ুন: আপওয়ার্ক (Upwork) এ কাজ পাওয়ার উপায় এবং বিড করার কৌশল

    ফাইবার (Fiverr)

    ফাইবার হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখানে ক্লায়েন্টরা তুলনামূলক কম খরচে ফ্রিল্যান্সার পেয়ে থাকে । কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য ফাইবারের রয়েছে বড় সাপোর্ট টিম। বর্তমানে ফাইবারে ৪ মিলিয়নের বেশি ক্লায়েন্ট রয়েছে । ৭০০ এর উপর ফ্রিল্যান্সিং সার্ভিস ক্যাটাগরিতে প্রায় ৪ লক্ষ সক্রিয় ফ্রিল্যান্সার কাজ করে থাকে ।

    ফাইবার কিভাবে কাজ করে? ফ্রিল্যান্সাররা এই প্লাটফর্মে যোগ দিয়ে গিগ (সার্ভিস) তৈরি করে যেখানে তারা তাদের সার্ভিস উল্লেখ করে ক্লায়েন্টদের কাছে বিক্রি করে। ক্লায়েন্টরা তাদের প্রয়োজন অনুযায়ী গিগ ক্রয় করে পেমেন্ট করে থাকে । গিগ এর মূল্য সর্বনিম্ন ৫ ডলার থেকে শুরু হয় । ফ্রিল্যান্সারের আয়ের ২০% ফাইবারকে দিয়ে দিতে হয়।

    সুবিধা 

    সহজ ইন্টারফেস

    ফাইবারের ইন্টারফেস ব্যবহারকারী বান্ধব । ফাইবার ডেশবোর্ডে আপনি আপনার একটিভ প্রজেক্টগুলো একসাথেই দেখতে পাবেন । কোন অর্ডার আসলে তারা আপনাকে ইমেইল করে জানাবে । আর্নিং পেজ থেকে আপনার আয় সম্পর্কে জানতে পারবেন । আপনি কত আয় করেছেন, কত উঠিয়েছেন কত অবশিষ্ট আছে এসব বিষয় জানতে পারবেন ।

    পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা

    ফাইবারে কাজ করে টাকা পাবেন না এটা সম্ভব নয়। যেহেতু সকল পেমেন্ট ফাইবার প্লাটফর্মের মাধ্যমে হয় তাই আপনি কাজ সম্পন্ন করলে অবশ্যই পেমেন্ট পাবেন কারণ কোন ক্লায়েন্ট অর্ডার প্রদান করলে ফাইবার সেই অর্ডার সমপরিমাণ অর্থ এস্ক্রো করে রাখে । অর্ডার কমপ্লিট হলে ফাইবার সেই অর্থ ফ্রিল্যান্সারকে প্রদান করে থাকে ।

    আবার আপনি কাজের শুরুতেও পেমেন্ট পেতে পারেন । আপনার যদি সেলার প্লাস ফাইবার একাউন্ট থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন তবে আপনাকে প্রাপ্ত অর্থের ১% খরচ হিসেবে ফাইবারকে প্রদান করতে হবে ।

    আলাদা গিগ তৈরির সুযোগ

    ফাইবার ফ্রিল্যান্সারদের একাধিক সার্ভিস সম্পর্কিত ভিন্ন ভিন্ন গিগ তৈরি করার সুযোগ দেয়। এর ফলে একজন ফ্রিল্যান্সার একসাথে অনেক সার্ভিস প্রদান করতে পারে ।

    অসুবিধা

    সার্ভিস ফি বেশি

    ফাইবারে আপনি যা আয় করবেন তার ২০% আপনাকে ফাইবার সার্ভিস ফি হিসেবে তাদেরকে প্রদান করতে হবে । এটা অন্যান্য প্লাটফর্মের তুলনায় একটু বেশি ।

    নতুনদের জন্য কাজ পাওয়া কঠিন

    নতুনদের জন্য এই প্লাটফর্ম থেকে কাজ পাওয়া যথেষ্ট কঠিন। এজন্য প্রথম কাজ পেতে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে । ভাল রেটিং এবং পোর্টফোলিও না থাকলে গিগ বিক্রি করা কঠিন হয়ে যায়।

    ক্লায়েন্ট রিপ্লাই ফ্যাক্টর

    আপনি কোন কারণে ক্লায়েন্টের প্রশ্নের উত্তর দিতে দেরি করলে বা ক্লায়েন্ট যোগাযোগ করতে চাচ্ছে কিন্তু আপনি সে সময় কোন কারণে তার সাথে যোগাযোগ করতে পারেন নাই তখন সেটি আপনার রেটিং এ প্রভাব ফেলবে এবং লেভেল কমিয়ে দিতে পারে ।

    আরও পড়ুন : কিভাবে একটি আকর্ষণীয় ফাইবার গিগ তৈরি করবেন উদাহরণসহ আলোচনা।

    ফ্রিল্যান্সার ডট কম ( Freelancer.com)

    বিশ্বের সেরা ফ্রিল্যান্সার প্লাটফর্ম এর মধ্যে ফ্রিল্যান্সার ডট কম অন্যতম। ফ্রিল্যান্সার হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখানে বিশ্বের অংখ্য ফ্রিল্যান্সার কাজ করে থাকে এবং ক্লায়েন্টরা ফ্রিল্যান্সার হান্টিং করার জন্য এই প্লাটফর্ম ব্যবহার করে থাকে ।

    পৃথিবীর ২৪৭ তা দেশের ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট এই প্লাটফর্ম ব্যবহার করে থাকে । এর মধ্যে বাংলাদেশি ফ্রিল্যান্সার অন্যতম । ২০২৩ সালে প্রায় ২২.২ মিলিয়ন জব পোস্ট হয়েছে এই প্লাটফর্মে । জব ক্যাটাগরির মধ্যে ওয়েবসাইট, আইটি এবং সফটওয়ার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ক্যাটাগরি।

    ফ্রিল্যান্সার ডট কম কিভাবে কাজ করে? ক্লায়েন্টরা জব বা কন্টেস্ট পোস্ট করে যেখানে ফ্রিল্যান্সাররা বিড করে থাকে । ক্লায়েন্ট তখন ফ্রিল্যান্সারদের প্রপোজাল থেকে সবচেয়ে যোগ্য ফ্রিল্যান্সারকে কাজ প্রদান করে থাকে । কন্টেস্ট এর ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টদের প্রদান করা প্রজেক্ট ড্রাফট অনুযায়ী আবেদন করে থাকে ।

    সুবিধা

    কাজের পরিধি বেশি

    এই প্লাটফর্মে আপনি ১৮০০ এর বেশি স্কিল ক্যাটাগরির কাজ খুঁজে পাবেন । উপরেই বলেছি যে ২০২৩ সালে এই প্লাটফর্মে ২২ মিলিয়নের বেশি জব পোস্ট হয়েছে তাহলে বুঝতেই পারছেন এখানে কাজের কত সুযোগ আছে । কাজ শেষ করার পরেই আপনি পেমেন্ট পেয়ে যাবেন । আপনি ২ ভাবে কাজ করতে পারেন। ১ টি হচ্ছে ফিক্সড প্রাইস অন্যটি ঘন্টা ভিত্তিক কাজ। ফিক্সড প্রাইসে আবার মাইলস্টোন ভিত্তিক পেমেন্ট পাওয়া যায়।

    সফটওয়ার ইন্টিগ্রেশন সুবিধা

    এই সুবিধাটি মূলত বায়ারদের জন্য । ফ্রিল্যান্সার ডট কম এর এই API আপনার রিক্রুট সফটওয়ারের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন, এর ফলে আপনার বার বার এই প্লাটফর্মে লগ ইন করার দরকার পড়বে না।

    প্রজেক্ট ব্যবস্থাপনায় সাহায্য

    এই প্লাটফর্ম কিছু মেম্বারকে বিশেষ এক ধরণের সার্ভিস দিয়ে থাকে । তারা ক্লায়েন্টের পক্ষ হয়ে সঠিক ফ্রিল্যান্সার খুঁজে বের করে এবং তাদের দিয়ে প্রজেক্টের কাজ সম্পন্ন করে। এর ফলে বায়ারকে কোন কিছু করতে হয় না। ফ্রিল্যান্সার ডট কম কর্তৃপক্ষ সব দায়িত্ব পালন করে।

    অসুবিধা

    সার্ভিস ফি

    ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে আপনি যে পরিমাণ অর্থ পাবেন তার ১০% বা ৫ ডলার, এর মধ্যে যেটি বেশি সেটি আপনাকে সার্ভিস ফি হিসেবে প্রদান করতে হবে, ঘন্টা ভিত্তিক কাজের ক্ষেত্রে আপনার প্রতি পেমেন্ট পাওয়ার উপুর ১০% ফি আরোপ করা হবে।

    বিড করে কাজ পাওয়ার চ্যালেঞ্জ

    যেহেতু ক্লায়েন্টরা সবসময় ভাল এবং অভিজ্ঞ ফ্রিল্যান্সার খুঁজে থাকে তাই নতুনদের জন্য কাজ খুঁজে পাওয়া একটু কঠিন ।

    গুরু (Guru)

    ১৯৯৮ সালে সান ফ্রান্সিসকোতে হাই টেক বিশেষজ্ঞদের দিয়ে শর্ট টার্ম চুক্তিতে কাজ করিয়ে নেওয়ার জন্য এই প্লাটফর্মের সূচনা হলেও পরবর্তীতে এটি ফ্রিল্যান্সারদের প্লাটফর্মে পরিণত হয়। বর্তমানে ৮ লাখ সক্রিয় বায়ার এই প্লাটফর্মে জব পোস্ট করছে।

    গুরু কিভাবে কাজ করে? একজন ক্লায়েন্ট জব পোস্ট করে তার বিপরীতে ফ্রিল্যান্সাররা Quote সাবমিট করে। ক্লায়েন্ট এসব Quote থেকে একজন ফ্রিল্যান্সারকে নির্বাচন করে কাজ প্রদান করে। ফ্রিল্যান্সার যখন কাজ সম্পন্ন করে এবং ক্লায়েন্ট সেটা অনুমোদন করে তখন ফ্রিল্যান্সার একটি ইনভয়েস জমা দেয়। এর উপর ভিত্তি করে গুরু কর্তৃপক্ষ পেমেন্ট প্রদান করে। সাধারণত ব্যাংক ট্রান্সফার, পেপাল এবং অন্যান্য ম্যাথড ব্যবহার করে গুরু পেমেন্ট দিয়ে থাকে ।

    এই প্লাটফর্মে চারটি পেমেন্ট সিস্টেম আছে, ১। ফিক্সড প্রাইস, ২। ঘন্টা ভিত্তিক, ৩। টাস্ক ভিত্তিক ৪। রিকারিং (Recurring) পেমেন্ট অর্থাৎ দীর্ঘ মেয়াদি প্রজেক্টের ক্ষেত্রে সপ্তাহ, মাস বা কোয়ার্টার ভিত্তিক পেমেন্ট প্রদান করা।

    সুবিধা

    পর্যাপ্ত কাজের সুযোগ

    এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এ প্রায় ১ মিলিয়ন ক্লায়েন্ট আছে যারা নিয়মিত জব পোস্ট করছে। তাই এখানে আপনি আপনার চাহিদা অনুযায়ী অনেক ফ্রিল্যান্সার পাবেন। আবার ক্লায়েন্টরাও এই প্লাটফর্ম থেকে তাদের চাহিদা অনুযায়ী ফ্রিল্যান্সার পাবেন কারণ এখানে কয়েক লাখ সক্রিয় ফ্রিল্যান্সার আছে।

    এক সাথে একাধিক জব করার সুবিধা

    এই প্লাটফর্মে আপনি WorkRoom নামে একটি ফিচার পাবেন যেখানে আপনি আপনার কাজ সম্পন্ন করার জন্য অন্যদের সহযোগিতা নিতে পারবেন।

    ধরেন আপনি একসাথে তিনটি ভাল কাজের কাজের অফার পেলেন। তখন আপনার একার পক্ষে সব কাজ একসাথে করা সম্ভব হবে না। তখন আপনি WorkRoom এর মাধ্যমে একটি টিম গঠন করতে পারবেন।

    পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা

    গুরু তাদের পেমেন্ট সিস্টেম এমনভাবে ডেভেলপ করেছে যেখানে আপনার কোন কাজ সম্পন্ন করার পর পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। আপনি অবশ্যই পেমেন্ট পাবেন। Safepay ব্যবহার করে আপনি কোন ঝামেলা ছাড়াই নিরাপদে পেমেন্ট পাওয়া নিশ্চিত করতে পারবেন।

    পর্যাপ্ত কাজের সুযোগ

    এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এ প্রায় ১ মিলিয়ন ক্লায়েন্ট আছে যারা নিয়মিত জব পোস্ট করছে। তাই এখানে আপনি আপনার চাহিদা অনুযায়ী অনেক ফ্রিল্যান্সার পাবেন। আবার ক্লায়েন্টরাও এই প্লাটফর্ম থেকে তাদের চাহিদা অনুযায়ী ফ্রিল্যান্সার পাবেন কারণ এখানে কয়েক লাখ সক্রিয় ফ্রিল্যান্সার আছে।

    অসুবিধা 

    সার্ভিস ফি

    Guru আপনার উপর বিভিন্ন ধরণের সার্ভিস ফি আরোপ করবে।
    ১. ইনভয়েস হ্যান্ডলিং ফি ২.৯%,
    ২. উত্তোলন ফি ৩.৫%,
    ৩. জব পোস্ট বুস্ট করতে চাইলে মাসে ২৯.৯৫ ডলার করে দিতে হবে।

    কাস্টমস সার্ভিস সন্তোষজনক নয়

    ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট উভয়ের এই বিষয়ে অভিযোগ আছে। Trustpilot এ রেটিং দেওয়ার সময় তারা এই অভিযোগ জানাচ্ছে। পেমেন্ট সিস্টেম এবং অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে তাদের কিছুটা শিথিলতা আছে।

    ৯৯ ডিজাইন (99designs)

    বিশ্বের সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর মধ্যে ৯৯ ডিজাইন অন্যতম। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ভিত্তিক এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট মূলত গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।

    ২০০৮ সালে যাত্রা শুরু করা এই প্লাটফর্মে ইতোমধ্যে ৩ লাখের উপর ক্লায়েন্ট এবং প্রায় ৬ লাখ ডিজাইনার তাদের প্রজেক্ট সম্পন্ন করেছে। এই প্লাটফর্মের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বিখ্যাত ডিজাইনারদের একত্র করা এবং গ্রাফিক ডিজাইন সেবা গ্রহীতাদের উচ্চ মানের সেবা প্রদান করা ।

    ৯৯ ডিজাইন কিভাবে কাজ করে? ডিজাইনাররা এই প্লাটফর্মে একাউন্ট তৈরি করে এবং তাদের সার্ভিসগুলো উল্লেখ দাম সেট করে রাখে । ক্লায়েন্টরা তাদের ক্রাইটেরিয়ার সাথে মিলে গেলে সেই ফ্রিল্যান্সারকে হায়ার করে । আবার ক্লায়েন্টরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে কন্টেস্ট পোস্ট করে এবং ফ্রিল্যান্সাররা সেই কন্টেস্টে যোগ দিয়ে তাদের ডিজাইন সাবমিট করে । সেখান থেকে ক্লায়েন্ট সেরা ডিজাইনার নির্বাচিত করে তাকে বিজয়ী ঘোষণা করে এবং তিনি ১০ কার্যদিবসের ভেতর পুরস্কার হিসেবে অর্থ পেয়ে থাকেন ।

    ক্লায়েন্টরা লোগো ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডিজাইন বা জটিল কোন বিষয়ের ডিজাইন ইত্যাদি সার্ভিস পেয়ে থাকে । একেক ডিজাইনের (কন্টেস্ট) একেক ধরণের দাম সেট করা হয়। সেটা কয়েকশো ডলার থেকে কয়েক হাজার ডলারের হতে পারে ।

    সুবিধা

    বিশাল ডিজাইনার কমিউনিটি

    এই প্লাটফর্মে একসাথে ডিজাইনারদের বিশাল একটা কমিউনিটি আছে যার কারণে ডিজাইনাররা অন্যান্য ডিজাইনারদের কাছ থেকে অনেক কিছু শিখার সুযোগ পায় এবং নিজেদের উন্নতি করার সুযোগ পায়। ক্লায়েন্টরাও সহজে তাদের প্রত্যাশা অনুযায়ী ডিজাইনার পেয়ে যায় ।

    ব্যবহার বান্ধব ইন্টারফেস

    ৯৯ ডিজাইন এর ইন্টারফেস এমনভাবে তৈরি করা হয়েছে যা ডিজাইনার এবং ক্লায়েন্ট উভয়ের জন্য সহজে ব্যবহার যোগ্য । সহজে কয়েক ক্লিকের মাধ্যমেই একাউন্ট তৈরি করা যায়, কন্টেস্ট পোস্টিং, ডিজাইন সাবমিট এবং পেমেন্ট সেটেলম্যান্ট সবকিছুই সহজেই করা যায় ।

    কাস্টমার সাপোর্ট

    ৯৯ ডিজাইন তাদের কাস্টমার সার্ভিসের ব্যাপারে যথেষ্ট যত্নবান। ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারদের যেকোন সমস্যার ক্ষেত্রে তারা তাড়াতাড়ি সাড়া দিয়ে থাকে ।

    অসুবিধা

    কম মানসম্মত ডিজাইন

    যেহেতু এটি ডিজাইনারদের জন্য একটি উন্মুক্ত প্লাটফর্ম তাই তাই এখানে ভাল ডিজাইনারদের পাশাপাশি কম মানসম্মত ডিজাইনার পাওয়া যায় । যদিও ৯৯ ডিজাইন কর্তৃপক্ষ কোয়ালিটির ব্যাপারে খুব সচেতন ।

    সীমাবদ্ধ ডিজাইন

    একজন ক্লায়েন্ট যখন কন্টেস্ট পোস্ট করে তখন সেখানে ডিজাইনাররা তাদের ডিজাইন সাবমিট করে । এক্ষেত্রে ক্লায়েন্টের কোন নিয়ন্ত্রণ থাকে না । অনেক সময় ভাল ডিজাইন পাওয়া যায় অনেক সময় প্রত্যাশা অনুযায়ী ডিজাইন পাওয়া যায় না।

    উপসংহার 

    এই আর্টিকেলে বিশ্বের সেবা ৫ টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে আলোচনা করা হলো। তবে এগুলো ছাড়াও আরো অনেক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে, আপনি চাইলে সেসব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ কাজ করে ভাল পরিমানে আয় করতে পারবেন। এসব প্লাটফর্মের মধ্যে রয়েছে:

    • Topal
    • Dribble
    • Gigster
    • Authentic Jobs
    • Creative Market
    • Clarity
    • Behance
    • SimplyHired
    • PeoplePerHour
    • Smashing Jobs
    • Designhill
    • Flexjobs
    • ServiceScape
    • DesignCrowd
    • Jooble
    • Aquent

    NO COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Exit mobile version