Home Freelancing Guidelines ফাইবার গিগ টাইটেল এবং ডেসক্রিপশন লিখার কিলার টিপস!

    ফাইবার গিগ টাইটেল এবং ডেসক্রিপশন লিখার কিলার টিপস!

    ফাইবার (Fiverr) গিগ টাইটেল এবং ডেসক্রিপশন একটি সফল গিগের মূল উপাদান। সঠিকভাবে অপটিমাইজ করা ফাইবার গিগ টাইটেল ও ডেসক্রিপশন আপনার গিগকে ক্লায়েন্টের সামনে বেশি দৃশ্যমান করবে এবং সম্ভাব্য ক্লায়েন্টের কাছে আকর্ষণীয় করে তুলবে।  নিচে একটি পারফ্যাক্ট ফাইবার গিগ টাইটেল ও ডেসক্রিপশন কেমন হওয়া উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো:

    ফাইবার গিগ টাইটেল কেমন হবে?

    ফাইবার গিগ টাইটেল হবে সংক্ষিপ্ত, নির্দিষ্ট যা পরিষ্কারভাবে আপনার সেবা বা পণ্য সম্পর্কে বায়ারদের সুস্পষ্ট ধারণা দিবে । নিচে ফাইবার গিগ টাইটেল কিভাবে দিবেন সে বিষয়ে আলোচনা করা হলো:

    ১. আপনার বায়ার কে সেটা আগে জানুন

    বেশিরভাগ সেলার একটা কাজ করে থাকেন সেটা হচ্ছে তারা প্রথমেই জনপ্রিয় ফাইবার গিগ টাইটেল খুঁজে। এর ফলে দেখা যায় আপনি আপনার নিজস্বতা হারাচ্ছে। কারণ আপনি যখন অন্য একজনের ফাইবার গিগ টাইটেল দেখে আপনিও একই ধরণের গিগ টাইটেল তৈরি করছেন তখন আপনার নিজের কিছুই আর থাকলো না।

    আপনি যদি একই টাইটেল দেন তাহলে একটা ব্যাপার ঘটবে সেটা হচ্ছে তিনি আপনার গিগ ক্রয় না করে প্রথম দিকে থাকা একই টাইটেল এর অন্যজনকে নিতে পারে।

    আসলে বায়ার আপনার কাছ থেকে সার্ভিস কিনবে তখনই যখন আপনার অফার সংশ্লিষ্ট বায়ারের সাথে প্রাসঙ্গিক হবে, ডেলিভারি টাইম, মূল্য, গ্রাহক সেবা এসব বিষয় অন্যদের চেয়ে কিছুটা ভিন্ন হবে।

    এজন্য আপনাকে প্রথমেই আপনার বায়ার কে সেটা জানতে হবে এবং তিনি কোন ধরণের সমস্যা মোকাবিলা করছেন সেটি জানতে হবে। ফাইবার গিগ টাইটেল লিখতে হবে গিগ ক্যাটাগরি এবং সাব-ক্যাটাগরির সাথে মিল রেখে। এর ফলে আপনার প্রতিযোগিতা কমে যাবে এবং সুনির্দিষ্ট ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

    উদাহরণসরুপ বলা যায়, আপনি যদি সুনির্দিষ্ট দেশের সুনির্দিষ্ট কাজ করতে চান তাহলে সেভাবে ফাইবার গিগ টাইটেল লিখুন। যেমন: I will do local SEO for Bangladesh। এখন বাংলাদেশি বায়ার যদি এই টাইটেল দেখে তাহলে তিনি সেখানে ক্লিক করতে উৎসাহিত হবে।

    যদি আপনার টাইটেল হতো : I will do local SEO for your website। তখন বাংলাদেশি বায়ারের আপনার গিগে ক্লিক করার উৎসাহ অনেক কম থাকতো। এভাবেই শুধু উপযুক্ত টাইটেল দিতে না পারার কারণে অনেকে বায়ার হারায়।

    ২. প্রতিযোগী বিশ্লেষণ 

    ফাইবার গিগ টাইটেল দেওয়ার আগে আপনাকে আপনার সার্ভিসের প্রতিযোগীদের নিয়ে রিসার্চ করতে হবে। কারণ সবাই একই ধরণের বায়ারের কাছ থেকে কাজ পাওয়ার চেষ্টা করছে। আপনাকে প্রথমেই প্রতিযোগীদের নেগেটিভ রিভিউ থেকে বের করতে হবে তারা কোন জায়গায় দুর্বল। বায়ার কেন তাদের উপর অসন্তুষ্ট।

    এভাবে আপনি যদি ২০ টি ৩০ টি গিগ বিশ্লেষণ করতে পারেন তাহলে আপনি কমন সমস্যাটি বের করতে পারবেন বলে আমি মনে করি। এখন আপনার কাজ হচ্ছে সেই বিষয়টি ফাইবার গিগ টাইটেল এ ফোকাস করা। তাহলে দেখবেন অনেক বায়ার আপনার গিগ এর প্রতি অতিরিক্ত নজর দিচ্ছে।

    ৩. ফাইবার গিগ টাইটেল এ সঠিক কীওয়ার্ড ব্যবহার 

    একটি ভাল ফাইবার গিগ টাইটেল এ অবশ্যই সঠিক কীওয়ার্ড থাকবে। কারণ বায়ার যখন সার্চ বারে সার্চ করে তখন ফাইবার এলগরিদম কীওয়ার্ড অনুযায়ী সার্চ রেজাল্ট প্রকাশ করে থাকে।

    ধরেন একজন বায়ারের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার প্রয়োজন। তিনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার খোঁজার জন্য “WordPress Developer” দিয়ে সার্চ করবেন এবং ফাইবার সার্চ বারে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের গিগগুলো প্রদর্শিত হবে। উপরের ছবিতে আপনি সে বিষয়টি দেখতে পাচ্ছেন। আমি “WordPress Developer” দিয়ে সার্চ করেছি তারপর ফাইবার সার্চ বারে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের গিগ প্রদর্শিত হচ্ছে।  মনে রাখবেন সঠিক কীওয়ার্ড ছাড়া সার্চ রেজাল্টের প্রথম পেজে খুব কঠিন বিষয়।

    আরও পড়ুন: ফাইবার গিগ প্রমোট করার ৭ টি সেরা টেকনিক 

    ৪. দৃষ্টি আকর্ষক শক্তিশালী শব্দের ব্যবহার 

    অনেক শব্দ আছে যেগুলো স্বাভাবিকভাবে মানুষকে আকর্ষণ করে। এই ধরণের শব্দের ব্যবহার একজন বায়ারকে আপনার গিগে দৃষ্টি ফেলতে বাধ্য করতে পারে ।

    যেমন: simple, easy, killer, best, solid ইত্যাদি শব্দ আপনার ফাইবার গিগ টাইটেলকে অনেক বেশি দৃষ্টি আকর্ষক করে তুলবে।

    ৫। সংক্ষিপ্ত, নির্ভুল এবং সহজ ভাষায় ফাইবার গিগ টাইটেল লিখুন 

    ৮০ অক্ষরের মধ্যে একটি সংক্ষিপ্ত ফাইবার গিগ টাইটেল লিখতে হবে । অবশ্যই সেখানে কোন প্রকার বানান বা ব্যাকরণগত ভুল থাকা যাবে না। একটি ভুল আপনার সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি করবে এবং সম্ভাব্য অর্ডার থেকে আপনি বঞ্চিত হতে পারেন। আর টাইটেল লেখার সময় সহজ ভাষা ব্যবহার করুন যাতে সব ভাষাভাষীর মানুষ সেটা বুঝতে পারে ।

    টাইটেলের উদাহরণ:

    • Logo Design ফাইবার গিগ টাইটেল:
      “I will design a unique and professional logo for your business”
    • Content Writing ফাইবার গিগ টাইটেল:
      “I will write SEO optimized articles and blog posts”
    • WordPress Development ফাইবার গিগ টাইটেল:
      “I will build a custom WordPress website with modern features”

    ফাইবার গিগ ডেসক্রিপশন কিভাবে লিখবেন?

    ফাইবার গিগ ডেসক্রিপশন একজন ক্লায়েন্টকে গিগ ক্রয় করতে ব্যাপকভাবে প্রভাবিত করে । এই আকর্ষনীয় পরিপূর্ন ফাইবার গিগ ডেসক্রিপশন ক্লায়েন্টদের মন জয় করার জন্য যথেষ্ট । যেভাবে ফাইবার গিগ ডেসক্রিপশন লিখলে সহজেই কাজ পাওয়া যাবে নিচে তা আলোচনা করা হলো:

    ১. টাইটেলের সাথে মিল রেখে ডেস্ক্রিপশন লিখুন

    একজন ক্লায়েন্ট আপনার টাইটেল দেখে আপনার গিগে এই আশায় ক্লিক করবে যে তিনি ডেস্ক্রিপশনে এই বিষয়ে বিস্তারিত পড়তে পারবে। কিন্তু তিনি যদি টাইটেলের সাথে ডেস্ক্রিপশনের মিল না পান তাইলে তিনি গিগ পেজ এড়িয়ে যেতে পারেন।

    যেমন আপনি যদি টাইটেল এ লিখে “I will create logo for you”। তাহলে আপনার ডেস্ক্রিপশন হবে কিভাবে গ্রাহকের চাহিদা অনুযায়ী হাই কোয়ালিটি লোগো তৈরি করবেন, কি কি ফরম্যাট থাকবে ইত্যাদি বর্ণনায় থাকবে। কিন্তু এসব বিষয় ছাড়া অপ্রাসঙ্গিক কিছু লিখলে ক্লায়েন্ট আপনার প্রতি বিরাগভাজন হতে পারে।

    মনে রাখবেন ১২০০ অক্ষরের মধ্যে লিখা এই ডেসক্রিপশন আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে দিবে। যেহেতু বায়ার আপনার টাইটেল দেখে আপনার গিগ এ প্রবেশ করেছে তাই টাইটেলের সাথে মিল রেখে বায়ারের চাহিদা অনুযায়ী গিগ ডেসক্রিপশন লিখুন।

    উপরের ছবি দুটো ভাল করে লক্ষ করুন । দেখুন ফাইবার গিগ টাইটেল এবং ডেসক্রিপশন এর সাথে কিভাবে মিল রেখেছে । গিগটি প্রথম পেজে দ্বিতীয় অবস্থানে ঠাঁই পেয়েছে।

    ২. প্রাসঙ্গিক কীওয়ার্ড যুক্ত করুন 

    কীওয়ার্ড একটা বড় ফ্যাক্টর । যেকোন সার্চ রেজাল্টে প্রথম দিকে র‍্যাংক করতে চাইলে ফাইবার গিগ ডেস্ক্রিপশনে সার্ভিস সম্পর্কিত কীওয়ার্ড থাকা এক প্রকার আবশ্যক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    যেহেতু ফাইবার গিগ ডেসক্রিপশন এ আপনি একসাথে অনেক শব্দ লিখার সুযোগ পাচ্ছে সেহেতু এটাই আপনার জন্য বড় সুযোগ। কীওয়ার্ড রিসার্চ করে প্রাসঙ্গিক কীওয়ার্ড বের করে ডেসক্রিপশন এর ভেতর উপযুক্ত জায়গায় ব্যবহার করতে হবে।

    কীওয়ার্ড হচ্ছে সেসব ওয়ার্ড যেগুলো দিয়ে বায়াররা সার্চ বারে সার্চ করে । ফাইবার সার্চ বার সাজেশন এবং প্রতিযোগীদের কীওয়ার্ড বিশ্লেষণ করে আপনি সহজেই প্রাসঙ্গিক কীওয়ার্ড খুঁজে পাবেন । উপরের ছবিতে দেখুন আমি “Logo Design” দিয়ে সার্চ দিয়েছি তখন সার্চ বারের নিচে সার্চ বার সাজেশনে আরো বেশ কিছু কীওয়ার্ড প্রদর্শিত হচ্ছে আপনি সেখান থেকে কিছু কীওয়ার্ড সিলেক্ট নির্বাচন করুন সেগুলো আপনার সার্ভিসের সাথে প্রসঙ্গিক।

    ৩। বায়ারদের সমস্যা চিহ্নিত করে সমাধান দেওয়া 

    বায়াররা ফাইবারে আসে তাদের সমস্যা সমাধানের জন্য। এজন্য তারা এমন ফ্রিল্যান্সার খুঁজে থাকে যারা এমনভাবে কাজটা করে দিবে যেখানে কোন অভিযোগ থাকবে না। আপনার কাজ হচ্ছে বায়ারদের এই ধরণের কমন সমস্যা খুঁজে বের করে এসব সমস্যা সমাধানে আপনি কি করতে পারবেন এই ব্যাপারে ডেস্ক্রিপশনে কিছু লিখতে পারেন ।

    আপনার সার্ভিস সম্পর্কিত গিগগুলোতে প্রবেশ করে তাদের রিভিউগুলো চেক করুন । দেখুন সেখানে বায়াররা রিভিউ এর মধ্যে কোন বিষয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করছে। অভিযোগগুলো নোট করে নিন। এই সমস্যার মধ্যে কমন যে সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন তার একটা সুন্দর উত্তর বের করে সেটা ডেস্ক্রিপশনে উল্লেখ করতে পারেন এর ফলে সমাধান না পাওয়া অনেক বায়ার আপনার গিগ ক্রয় করতে উৎসাহিত হবে ।

    উপরের ছবিতেই দেখুন একজন বায়ার বলছে তিনি যে সেলারের কাছ থেকে ব্যাকলিংক ক্রয় করেছেন সেগুলো ক্ষতিকর। তার ব্লগের বিষয়স্তুর সাথে সম্পর্কিত নয় । ব্যাকলিংকের জন্য যেসব আর্টিকেল লেখা হয়েছে সেগুলো AI দিয়ে লিখা। এই অভিযোগগুলো অনেক বায়ারই করে থাকে ।

    এই ধরণের অভিযোগকে আপনি কমন অভিযোগ হিসেবে ধরতে পারেন। এখন আপনি যদি ব্যাকলিংক সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনি গিগ ডেস্ক্রিপশনে লিখতে পারেন আপনার প্রদান করা ব্যাকলিংক ১০০% খাঁটি এবং নিশি রিলেটেড এবং আপনার আর্টিকেল মানুষ দ্বারা লেখা হয়ে থাকে কোন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করা হয় না।

    ৪। সহজ ইংরেজিতে বাক্য লিখুন 

    ফাইবারের মূল ভাষা হচ্ছে ইংরেজি। কিন্তু ফাইবার বায়াররা কিন্তু সবাই ইংরেজি ভাষাভাষীর না। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বায়ার এখানে ফ্রিল্যান্সার হায়ার খুঁজতে আসে। এজন্য আপনি যদি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে বাক্য লিখেন তাহলে অনেকেই সেটি বুঝতে পারবেন না যা আপনাকে সম্ভাব্য ক্লায়েন্ট থেকে বঞ্চিত করতে পারে ।

    সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট শব্দে বিষয়গুলো ফুটিয়ে তুলতে হবে। খুব বেশি শব্দ ব্যবহার করে শব্দবহুল করা যাবে না। মনে রাখবেন বায়াররা আপনার গিগ এ খুব বেশি সময় ব্যয় করবে না তাই সহজ শব্দে সংক্ষিপ্তভাবে মূল কথাগুলো উপস্থাপন করে হচ্ছে মূল বিষয়।

    ৫। নিজের পেশাদারিত্ব ফুটিয়ে তুলুন 

    ফাইবার এমন একটি প্লাটফর্ম যেখানে বায়াররা আসে একজন ব্যক্তির কাছ থেকে সেবা নিতে কোন এজেন্সি বা কোম্পানি থেকে নয়। তারা কাজ প্রদান আগে একটা এগ্রিমেন্ট করে। ফাইবার কর্তৃক নির্ধারিত ফর্মালিটিজ সম্পন্ন করেই ফ্রিল্যান্সার এবং বায়ার এই এগ্রিম্যান্ট সম্পন্ন করে থাকে ।

    এজন্য আপনার প্রোফাইলকে অবশ্যই আপনার পেশাদারিত্বের বিষয়ে একজন বায়ারকে প্রাথমিকভাবে একটা ভাল ধারণা দিতে হবে। এমন ছবি ব্যবহার করতে হবে যা দেখে একজন বায়ার আপনাকে ব্যক্তিত্ববান মানুষ মনে করবে। এই ব্যক্তিত্বের বিষয়টি আপনার ফাইবার গিগ ডেসক্রিপশন এ অল্প কথায় ফুটিয়ে তুলতে হবে।

    প্রাসঙ্গিকভাবে হালকা মজাদার কথাও লিখতে পারেন। এর ফলে অনেক বায়ার আপনাকে ফ্লেক্সিবল হিসেবে মনে করবে। আর কেউ যদি আপনার সাথে স্বাচ্ছন্দ বোধ করে তখন আপনার কাজে কিছু সমস্যা থাকলেও সেটি বায়ার বড় কিছু মনে করবে না । শুধুমাত্র আপনার ব্যবহারের কারণে সেই বায়ার পুনরায় আপনাকে অর্ডার করতে পারে ।

    আরও পড়ুন : কিভাবে একটি আকর্ষণীয় ফাইবার গিগ তৈরি করবেন উদাহরণসহ আলোচনা।

    ৬। নিজের অভিজ্ঞতা তুলে ধরুন 

    নিজের অভিজ্ঞতা তুলে ধরতে কখনো ভুলবেন না । কারণ বেশিরভাগ বায়ার অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের কাজ দিতে স্বাচ্ছন্দবোধ করে তাই আপনি যখন আপনার অভিজ্ঞতা তুলে ধরবেন এবং অতীতে সফলভাবে প্রজেক্ট সম্পন্ন করার বিষয়গুলো তুলে ধরবেন তখন অনেক বায়ার আপনার গিগ ক্রয় করতে উৎসাহিত হবে।

    ৭। ক্লায়েন্টকে অতিরিক্ত যে সেবা দিবেন সেটি উল্লেখ করুন 

    বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রায় সব সেলার একই রকম সেবা প্রদানের বিষয়টি উল্লেখ করে থাকে কিন্তু বায়াররা এমন কিছু অতিরিক্ত সেবা খুঁজে থাকে যা খুব কম সেলারদের গিগ এর মধ্যে থাকে ।

    এজন্য ফাইবার গিগ ডেসক্রিপশন এ এমন কিছু অতিরিক্ত সেবার কথা উল্লেখ করুন যা দেখে বায়ার আপনার গিগ ক্রয় করতে উৎসাহিত হবে। যেমন: দ্রুত ডেলিভারি, সহজ যোগাযোগ, ইন্ডাস্ট্রি রিলেটেড সুনির্দিষ্ট কিছু বিষয় যা দেখে বায়ার গিগ ক্রয় করতে উৎসাহিত হয়।

    ৮। বোল্ড টেক্স ব্যবহার করুন 

    যেহেতু একজন বায়ার একসাথে অনেক গিগ এ প্রবেশ করে সেলারদের ডেসক্রিপশন পড়ে থাকে তাই তারা ডেসক্রিপশন পড়তে খুব বেশি সময় ব্যয় করে না।

    এজন্য আপনার বিশেষ ফিচারের লাইন বা লেখা বোল্ড করে দিন। এর ফলে বায়ার যত দ্রুতই পড়ুক না কেন ওই বোল্ড করা অংশেই তার চোখ সবার আগে পড়বে এবং সেটি মনোযোগ দিয়ে দেখবে ।

    ৯। আপনি ডেলিভারি দেন না এমন সার্ভিসের কথা উল্লেখ করুন 

    মনে করুন আপনি এসইও সার্ভিস দিয়ে থাকেন। এসইও সার্ভিসের অনেক বিষয় আছে আপনি হয়তো সবগুলো সার্ভিস দিবেন না। ধরা যাক আপনি অন পেজ এসইও সার্ভিস দিয়ে লোকাল এসইও সার্ভিস প্রদান করেন না তাহলে গিগ ডেস্ক্রিপশনের শেষ লাইনে নোট দিতে পারেন “কেউ যদি লোকাল এসইও সার্ভিস খুঁজে থাকেন তাহলে দয়া করে আমাকে নক করবেন না।

    এর ফলে সার্ভিস সম্পর্কিত নয় এমন অনেক কোয়েরি থেকে আপনি রক্ষা পাবেন এবং বায়ারদেরও অযথা সময় নষ্ট হবে না।

    ১০। কল টু অ্যাকশন এর মাধ্যমে লেখা শেষ করুন 

    কল টু অ্যাকশন হচ্ছে একটা ছোট বাক্য যার মাধ্যমে আপনি কাউকে কোন অ্যাকশন নিতে উৎসাহিত করে থাকেন। অর্থাৎ আপনার লেখা পড়ার পর তিনি কি করবেন সে ব্যাপারে তাকে দিক নির্দেশনা দেওয়া। যেমন আপনি বলতে পারেন এই গ্রেট সার্ভিসটি পেতে চাইলে এখনই অর্ডার করুন।

    ফাইবার গিগ ডেসক্রিপশন এর উদাহরণ:

    Logo Design গিগের ডেসক্রিপশন:

    Are you looking for a unique and professional logo for your business? Look no further! I am an experienced graphic designer with over 5 years of expertise in creating logos that stand out and make an impact.

    Here’s what you will get: 

    – A high-quality, custom-designed logo tailored to your brand
    – Multiple revisions to ensure your satisfaction
    – All necessary file formats (JPG, PNG, AI, PSD, etc.)
    – Fast delivery within 24-48 hours

    Why choose me?

    – 5 years of experience in graphic design
    – 100% satisfaction guaranteed
    – Quick response time and friendly communication

    Order now, and let’s create a logo that represents your brand perfectly!

    Content Writing গিগের ডেসক্রিপশন

    Do you need engaging, SEO-optimized articles or blog posts to boost your website’s ranking and attract more visitors? I can help! With 3 years of experience in content writing, I specialize in delivering well-researched, original, and reader-friendly content.

    What I offer: 

    – SEO-optimized content to improve your search engine ranking
    – In-depth research on the topic
    – 100% original content with no plagiarism
    – Up to 1000 words per article or blog post
    – Free revisions to ensure your satisfaction

    Why work with me? 

    – Proven experience in writing for various industries
    – On-time delivery and excellent communication
    – Affordable prices for premium quality content

    Let’s get started! Place your order today and watch your website grow with quality content.

    WordPress Development গিগের ডেসক্রিপশন

    Need a custom, responsive WordPress website for your business? I am a professional web developer with 4 years of experience in creating high-quality WordPress sites that are fast, secure, and mobile-friendly.

    What you will get: 

    – A fully functional and custom WordPress website
    – Modern design and responsive layout
    – SEO-friendly structure
    – Integration of essential plugins
    – E-commerce functionality (if needed)
    – Free support for 30 days after delivery

    Why choose my service? 

    – Over 50 successfully completed WordPress projects
    – Excellent client reviews and ratings
    – 100% satisfaction guaranteed

    Let’s create a stunning website for your business. Order now to get started!

     

    পাঠক জিজ্ঞাসা


    ফাইবার গিগ টাইটেল এবং ডেসক্রিপশন কি?

    ফাইবার গিগ টাইটেল হচ্ছে ফাইবার গিগ এর শিরোনাম। একটি ফাইবার গিগ এর প্রথম যে লাইনটি গিগ এর নিচে প্রদর্শিত হয় সেটিকেই ফাইবার গিগ টাইটেল বলে।

    ফাইবার গিগ ডেসক্রিশন হচ্ছে এমন একটি সেকশন যেখানে একজন সেলার তার সার্ভিসের বিষয়ে বিশদ বিবরণ প্রদান করে। একটি আকষণীয় গিগ ডেসক্রিপশন কাজ পাওয়ার ক্ষেত্রে একজন সেলারকে অন্যদের থেকে অনেক এগিয়ে দেয়।

    ফাইবার গিগ টাইটেল এবং ডেসক্রিপশন কত অক্ষরের হয়ে থাকে?

    ফাইবার গিগ টাইটেল ৮০ অক্ষরের মধ্যে হয়ে থাকে।

    একটি ফাইবার গিগ ডেসক্রিপশন প্রায় ২৪০ শব্দ বা ১২০০ অক্ষরের হয়ে থাকে। এই শব্দ বা অক্ষরের মধ্যেই একজন সেলারকে তার গিগ সম্পর্কিত প্রয়োজনীয় বিষয় তুলে ধরতে হয়।

    আমি কি ফাইবার গিগ টাইটেল এবং ডেসক্রিপশন পরিবর্তন করতে পারবো?

    হুম আপনি অবশ্যই ফাইবার গিগ টাইটেল এবং ডেসক্রিপশন পরিবর্তন করতে পারবেন। গিগ টাইটেল এডিট করার জন্য seller সেকশন থেকে gig এ ক্লিক করে edit অপশন থেকে গিগ টাইটেল পরিবর্তন করতে পারবেন।

    ফাইবার গিগ ডেসক্রিপশন এডিট করার জন্য  gig এ ক্লিক করে edit অপশন থেকে গিগ ডেসক্রিপশন এডিট করতে পারবেন। তবে এই পরিবর্তন আপনার সক্রিয় অর্ডারে ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

    ফাইবার গিগ টাইটেল এবং ডেসক্রিপশন পরিবর্তন করলে সেটা র‍্যাংক এর ক্ষেত্রে প্রভাব ফেলবে?

    যদি আপনার গিগ একটা ২০ থেকে ৩০ দিন র‍্যাংক না পায় তাহলে আপনি গিগ টাইটেল এবং ডেসক্রিপশন পরিবর্তন করতে পারেন ।

    প্রথম দিকে পরিবর্তনের কারণে যতদিন পর্যন্ত ফাইবার এলগোরিদম নতুন গিগ এ প্রবেশ করতে না পারবে ততদিন পর্যন্ত আপনার গিগ র‍্যাংক হারাতে পারে। কিন্তু আপনি আমাদের গাইডলাইন অনুসরণ করে যদি  প্রাসঙ্গিকভাবে ফাইবার গিগ টাইটেল এবং ডেসক্রিপশন পরিবর্তন করেন তাহলে ধীরে ধীরে আপনার গিগ র‍্যাংক পেতে থাকবে।

    NO COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Exit mobile version