ফেসবুক মার্কেটপ্লেস ২০১৬ সালে সকলের সামনে উন্মুক্ত হয় এবং খুব দ্রুত এটি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের মাঝে জনপ্রিয়তা লাভ করে। ফেসবুকের ২.৯ বিলিয়ন ব্যবহারকারীর মধ্যে প্রতি মাসে ১ বিলিয়ন ব্যবহারকারী ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করে থাকে । তাহলে বুঝতেই পারছেন এটি ব্যবসায়ীদের জন্য কত বড় একটি প্লাটফর্ম।
ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) কি ?
ফেসবুক মার্কেটপ্লেস এমন একটি প্লাটফর্ম যেখানে একজন ব্যক্তি তাদের পণ্য নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী ক্রেতাদের সামনে প্রদর্শন করতে পারে । ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী এই মার্কেটপ্লেস থেকে বিভিন্ন ধরণের পণ্য ক্রয় করতে পারে ।
এই প্লাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে ক্রেতা এবং বিক্রেতা খুব সহজেই এটি ব্যবহার করতে পারে। এই প্লাটফর্মটি মূলত রিটেইলারদের কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে । ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা এই মার্কেটপ্লেসে অনলাইন স্টোর তৈরি করে তাদের পণ্য সহজেই কেনাবেচা করতে পারেন।
ফেসবুক মার্কেটপ্লেস এ কে বিক্রিয় করতে পারেন?
এই প্রশ্নটি সবার মনেই এসে থাকে বিশেষ করে আপনি যখন প্রথম এই মার্কেটপ্লেস সম্পর্কে শুনবেন তখন এটি মনে করে স্বাভাবিক। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কেউ এই মার্কেটপ্লেস এ পণ্য বিক্রি করতে পারবেন । ছোট বড় উদ্যোক্তা, ইকমার্স ব্যবসায়ী সবাই ফেসবুক মার্কেটপ্লেস এ তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে।
ফেসবুক মার্কেটপ্লেস ফি কত?
অন্যান্য ইকমার্স মার্কেটপ্লেস এর মত ফেসবুক স্থানীয়ভাবে তাদের মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য বিক্রির উদ্দ্যেশে যখন প্রোডাক্ট লিস্টিং করে তখন কোন ফি ধার্য করে না। কিন্তু কোন পণ্য বিক্রি হলে বিক্রয় মূল্যের উপর ৫% ফি ধার্য করে।
ফেসবুক মার্কেটপ্লেস ক্যাটাগরি
ফেসবুক মার্কেটপ্লেস এ ফেসবুক অনুমোদিত বিভিন্ন ক্যাটাগরির পণ্য বিক্রিয় করা যায়, এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে:
- Vehicles
- Property rentals
- Apparel
- Classifieds
- Electronics
- Entertainment
- Family
- Free stuff
- Garden & outdoor
- Hobbies
- Home goods
- Home improvement supplies
- Home sales
- Musical instruments
- Office supplies
- Pet supplies
- Sporting goods
- Toys & games
- Buy & sell groups
ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রয়যোগ্য নয় এমন পণ্য
ফেসবুক মার্কেটপ্লেস এ আপনি সব ধরণের পণ্য বিক্রয় করতে পারবেন না। ফেবুকের নীতিমালা অনুযায়ী আপনি যেসব পণ্য ফেসবুক মার্কেটপ্লেস এ বিক্রয় করতে পারবেন না সেগুলো হচ্ছে:
- ফিজিক্যাল অস্তিত্ব নাই এমন কোন পণ্য বিক্রয় করা যাবে না, যেমন: জোকস বা খবর বা ইবুক ইত্যাদি,
- কোন ধরণের সার্ভিস বিক্রিয় করা যাবে না (ক্লিনিং সার্ভিস),
- কোন ধরণের প্রাণী বা প্রাণী খাদ্য বিক্রয় করা যাবে না,
- মেডিক্যাল বা স্বাস্থ্য সম্পর্কিত পণ্য বিক্রয় করা যাবে না,
আরও পড়ুন : ফেসবুক থেকে আয় করার ৫ টি উপায়
ফেসবুক মার্কেটপ্লেস এর মাধ্যমে কিভাবে পণ্য বিক্রয় করা যায়?
ফেসবুক মার্কেটপ্লেস এ বিক্রয় শুরু করার জন্য আপনার একটি সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকলেই আপনি এই মার্কেটে প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। প্রোডাক্ট লিস্টিং করে ডেলিভারি এবং পেমেন্ট বিষয়ক তথ্য দিতে হবে।
ধাপ ১: ফেসবুক মার্কেটপ্লেস এ প্রবেশ করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা
আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে হোম পেজের বাম পাশে Marketplace অপশনে ক্লিক করুন।
ফেসবুকে ঢুকে একটি অ্যাকাউন্ট খুলুন। ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম খুব সহজ। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য Facebook.com এ প্রবেশ করে Create Account অপশনে গিয়ে Sign Up ফর্ম পূরণ করলেই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায়। আপনার যদি ইমেইল না থাকে আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন।
তারপর আপনাকে প্রোফাইলে প্রাসঙ্গিক তথ্য পূরণ করতে হবে। প্রোফাইল পূর্ণ ঠিকানা দিবেন এর ফলে গ্রাহকরা আপনাকে বিশ্বাস করবে। সব তথ্য দেওয়ার পর আপনি ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রয় শুরু করতে পারবেন।
ধাপ ২: পণ্য বিক্রয় করা শুরু করুন
ফেসবুক অনুমোদিত পণ্যসমূহ আপনি বিক্রি করতে পারবেন। কি বিক্রি করবেন খুজে পাচ্ছেন না? আপনার আশেপাশে তাকান। দেখেন আপনার বাসায় এমন অনেক জিনিস আছে যেগুলো আপনি ব্যবহার করছেন না। আপিনি চাইলে এসব পণ্য পুন:বিক্রয় করতে পারেন। এর মধ্যে রয়েছে পুরাতন টিভি, ফ্রিজ, কম্পিউটার, রান্নার জিনিসপত্র, ফার্নিচার ইত্যাদি।
বিক্রয়যোগ্য পণ্য বিক্রয় করার জন্য এগুলোর সুন্দর করে বর্ণনা দিন এবং জীবনকাল সম্পর্কে ধারণা দিন ও স্পষ্ট ছবি আপলোড করেন। আর যদি নতুন পণ্য বিক্রয় করতে চান তাহলে সেটির গুণাগুণ সুন্দর করে ফুটিয়ে তুলুন এবং বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে আপলোড করুন।
আরও পড়ুন :
- ড্রপশিপিং কি? ড্রপশিপিং ব্যবসার পূর্ণ গাইডলাইন।
- ইবে (eBay) প্লাটফর্মে ব্যবসা শুরু করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন।
ফেসবুক মার্কেটপ্লেস এ কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন?
ফেসবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট লিস্টিং করা খুব সহজ। নিচে ধাপে ধাপে প্রোডাক্ট লিস্টিং সম্পর্কে আলোচনা করা হলো:
১. ফেসবুক মার্কেটপ্লেস এ প্রবেশ
আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে বাম হোম পেজের বাম দিকে থাকা Marketplace ট্যাবে প্রবেশ করুন।
তারপর Create New Listing এ ক্লিক করুন।
আমরা “Item for Sale,” নির্বাচন করে প্রোডাক্ট লিস্টিং তৈরি করে দেখাব।
এখন আপনাকে পণ্য সম্পর্কিত তথ্য যেমন টাইটেল, দাম, ক্যাটাগরি, কন্ডিশন ইত্যাদি প্রদান করতে হবে এবং ছবি আপলোড করতে হবে। ছবি অবশ্যই পরিষ্কার এবং আকর্ষণীয় হতে হবে। বিভিন্ন দিক থেকে ছবি তুলে গ্রাহককে ক্রয় সিদ্ধান্ত নিতে সাহায্য করুন ।
২. প্রোডাক্ট লিস্টিং অপটিমাইজেশন
এই মার্কেটপ্লেসে আপনাকে পণ্য আপলোড করলেই হবে না সেটি অপটিমাইজ করতে হবে। গ্রাহকদের কাছে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে তারা ক্রয় করতে আগ্রহী হয়।
প্রথমেই আপনাকে লিস্টিং টাইটেল এবং ডেস্ক্রিপশন অপটিমাইজ করতে হবে। এজন্য আপনাকে কীওয়ার্ড রিসার্চ করে টাইটেল এবং ডেস্ক্রিপশন এ প্রাসঙ্গিক কীওয়ার্ড যুক্ত করতে হবে। এজন্য আপনাকে SEO সম্পর্কে ভাল করে জানতে হবে। মানুষ কিভাবে প্রোডাক্ট সার্চ করে সেসব সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
আপনি যদি পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন এবং প্রাসঙ্গিক কীওয়ার্ড যুক্ত করেন তাহলে গ্রাহকদের সামনে আপনার পণ্য প্রদর্শন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
উদাহরণসরুপ আমি একটি প্রোডাক্ট লিস্টিং তৈরি করছি:
টাইটেল: “ব্যবহৃত সোফা সেট বিক্রি করা হবে”। এই টাইটেল দেওয়ার ফলে একজন ক্রেতা যিনি ব্যবহৃত পণ্য খুঁজছেন তার সার্চ বারে এটি প্রদর্শন করতে পারে। ব্যবহৃত শব্দটি লেখার জন্য যারা নতুন পণ্য ক্রয় করতে চাচ্ছেন তাদের সময় নষ্ট করে এটা দেখতে হবে না।
বিবরণ: পণ্যের একটি বিস্তারিত বিবরণ লিখুন যেমন পণ্যের বৈশিষ্ট্য, ব্যবহারের অবস্থা যদি ব্যবহৃত হয় তাহলে কতদিন ব্যবহার করেছেন সেটা উল্লেখ করুন এবং কেনার পর ক্রেতা কী সুবিধা পেতে পারেন।
প্রোডাক্ট ট্যাগ: আপনার পণ্য সম্পর্কিত ট্যাগ ব্যবহার করুন । জোট বেশি ট্যাগ ব্যবহার করবেন তত বেশি সার্চবারে আপনার পণ্য প্রদর্শিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
৩। পণ্য সরবরাহ করা
আপনি কিভাবে পণ্যটি সরবরাহ করতে চান এখানে সেটি উল্লেখ করুন । আপনি যদি জনসমাগম কোন স্থানে পণ্যটি সরবরাহ করতে চান তাহলে Public meetup অপশন নির্বাচন করুন ।
আপনি যদি চান ক্রেতা আপনার কাছ থেকে পণ্যটি নিয়ে যাবে তাহলে Door pickup অপশন নির্বাচন করুন ।
যদি ক্রেতাদের বাড়ি গিয়ে পণ্য সরবরাহ করতে চান তাহলে Door dropoff অপশন নির্বাচন করুন। সাধারণত ক্রেতাদের বাড়িতে গিয়ে সরবরাহ করলে ক্রেতারা বেশি আকর্ষিত হয় কারণ বাসায় বসেই হাতে পণ্য পেলে জ্যাম ঠেলে দূরে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায় এবং সময় অর্থ দুটোই বাঁচে। তাই সুযোগ থাকলে এই অপশনটি নির্বাচন করুন ।
৪। পাবলিশ করা
সবকিছু ঠিক থাকলে Publish বাটনে ক্লিক করে আপনার পণ্যের তালিকা পোস্ট করুন। এর ফলে সাথে সাথে আপনার পণ্যটি মার্কেটপ্লেসে লাইভ হয়ে যাবে এবং ক্রেতারা এটি দেখতে পাবে। তবে পাবলিশ করার আগে আপনি চাইলে বিভিন্ন গ্রূপে পোস্ট করতে পারবেন এর ফলে আপনার পোস্টার রিচ বেশি হবে এবং বিক্রির সম্ভাবনা বেড়ে যাবে ।
ক্রেতার সাথে মেসেঞ্জারে মাধ্যমে যোগাযোগ করুন
ফেসবুক মার্কেটপ্লেসে আগ্রহী ক্রেতারা সরাসরি আপনার সাথে Messenger এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং দরদাম করতে হবে। এই বিষয়ে কিছু টিপস দেওয়া:
- ক্রেতারা যখন কোন কিছু জানতে চাইবে তখন দ্রুত এবং ভদ্রভাবে ক্রেতাদের উত্তর দিন।
- ক্রেতাদের সব ধরণের তথ্য সঠিকভাবে প্রদান করুন। প্রতারণা করবেন না কারণ আপনি যদি একবার কারো সাথে প্রতারণা করেন এবং সে যদি তা বুঝতে পারে তাহলে সেই ক্রেতা আর কখনো আপনার পণ্য ক্রয় করবেন না।
- গ্রাহকরা কোন বিষয়ে রাগ করলে তাদের সাথে শান্তভাবে কথা বলুন এবং পণ্য ক্রয় করতে উৎসাহিত করুন ।
- সরাসরি যোগাযোগ করার জন্য ফোন নম্বর বা ইমেইল শেয়ার করতে পারেন, তবে সতর্ক থাকুন যেন নিরাপত্তা বজায় থাকে।
ফেসবুক মার্কেটপ্লেস এ ব্যবসা করার জন্য প্রোডাক্ট আইডিয়া
যে কোন ব্যবসা শুরু করার আগেই কোন পণ্য নিয়ে ব্যবসা করবেন সেটা নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আমি অনেক সম্ভাব্য উদ্যোক্তা দেখেছি যারা কোন পণ্য নিয়ে ব্যবসা করবেন সেটি ঠিক করতে না পারার কারণে তিনি ব্যবসাই শুরু করতে পারেন নাই।
এখানে আমি আমি কিছু কৌশল নিয়ে আলোচনা করেছি যা আপনাকে কোন পণ্য নিয়ে ফেসবুক মার্কেটপ্লেস এ ব্যবসা করবেন সে বিষয়ে সাহায্য করতে পারে।
বাজারে নতুন আসা জনপ্রিয় পণ্য
প্রথমেই আপনি বাজারে বর্তমানে খুব ভাল চলছে এমন পণ্য নিয়ে চিন্তা করতে পারেন। এজন্য আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়া এবং ব্যবসা সম্পর্কিত খবর বা আর্টিকেল পড়তে হবে। যেমন ধরেন বাজারে একটা ওয়্যার ল্যাস হেডফোন খুব ভাল চলছে। আপনি চাইলে এটি ক্রয় করে পুন: বিক্রয় করতে পারেন।
নতুন ট্রেন্ডের পণ্য বিক্রয়
আপনি চাইলে ট্রেন্ড ফলো করে নতুন ট্রেন্ডের কোন পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনার গ্রাহক হবে ট্রেন্ডি পণ্যের ব্যবহারকারীরা। ট্রেন্ডিং পণ্যের মধ্যে ফ্যাশন পণ্য, প্রযুক্তি পণ্য ইত্যাদি।
মৌসুমি পণ্য
বিভিন্ন ধরণের মৌসুমি পণ্য বিক্রয় করে আপনি ফেসবুক থেকে আয় করতে পারেন। যেমন শীতকালে সোয়েটার, হুডি, জ্যাকেট, বৃষ্টির সময় রেইনকোট, গরম কালে টিশার্ট, ফতোয়া ইত্যাদি।
নিত্যব্যবহার্য জিনিসপত্র বিক্রয়
যে কোন প্লাটফর্মেই নিত্যব্যবহার্য জিনিসপত্র বিক্রি বেশ লাভজনক ব্যবসা হতে পারে। এর মধ্যে রয়েছে রান্নার তৈজসপত্র, হোম ইন্টেরিয়র ডেকোরেশন আইটেম, বই, গ্লাসের তৈরি জিনিসপত্র ইত্যাদি।
কোথায় থেকে পণ্য সংগ্রহ করবেন?
প্রোডাক্ট আইডিয়া পেলেন এখন আপনাকে পণ্য সংগ্রহ করতে হবে। যেকোন ব্যবসায় প্রোডাক্ট সোর্সিং একটা বড় ফ্যাক্টর। একটি ভাল সোর্স আপনার জীবন বদলে দিতে পারে । এমন একটি সোর্সের সন্ধান আপনি যদি পান যেখানে আপনি নিয়মিত আপনার প্রত্যাশিত পণ্যটি তুলনামূল কম মূল্যে পর্যাপ্ত পরিমানে পান তাহলে আপনার ব্যবসার উন্নতি হবেই ।
বিভিন্ন যায়গা থেকে আপনি পণ্য সংগ্রহ করতে পারেন:
ই-কমার্স সাইট থেকে পণ্য সংগ্রহ করতে পারেন। বর্তমানে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ই-কমার্স সাইটের মাধ্যমে বিভিন্ন ধরণের পণ্য বিক্রয় করছেন। আপনি তাদের সাথে যোগাযোগ করে পাইকারি দরে পণ্য ক্রয় করে কম দামে ফেসবুক মার্কেটপ্লেস এ বিক্রয় করতে পারেন।
কাওরান বাজার, খাতুনগঞ্জ বাজার, ঢাকার নিউমার্কেট এর বড় বড় মার্কেট থেকে আপনি পাইকারি দরে পণ্য সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয় করতে পারেন।
আরও পড়ুন : অ্যামাজন (Amazon) থেকে আয় করার বিস্তারিত গাইডলাইন
ফেসবুক মার্কেটপ্লেস এ বিক্রয় বাড়ানোর প্রো টিপস
এই প্লাটফর্মে বিক্রয় বাড়ানোর জন্য আপনাকে কিছু নেক্সট লেভেল স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। এগুলো নিচে আলোচনা করা হলো :
১. লিস্টিং বুস্ট করা
লিস্টিং বুস্ট করে আপনি বিশাল পরিমাণ টার্গেটেড গ্রাহকের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এই মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দিলে নিয়ম অনুসারে আপনার লিস্টিং একেবারে প্রথমদিকে প্রদর্শিত হবে।
এছাড়া আপনার বিজ্ঞাপন ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিডে প্রদর্শিত হবে। এক্ষেত্রে আপনি যদি কিভাবে ফেসবুকে বিজ্ঞাপন দিতে হয় এই বিষয়ে না জানেন তাহলে আপনি ভাল ফলাফল পাবেন না। এজন্য আপনি এই গাইডলাইনটি পড়তে পারেন : ফেসবুক এডস স্টেপ বাই স্টেপ গাইডলাইন।
লিস্টিং প্রমোট করার আপনার লিস্টিং এ গিয়ে Boost Listing এ ক্লিক করুন। তারপর ডেইলি বাজেট এবং মেয়াদ সেট করুন। আপনি চাইলে ফিক্সড বাজেটেও বুস্ট করতে পারেন। বিজ্ঞাপন সেট করা হয়ে গেলে “Promote Now” তে ক্লিক করে বুস্ট ক্যাম্পেইন শুরু করুন।
বিজ্ঞাপন শুরু হওয়ার পর আপনি ড্যাশবোর্ডে ফেসবুক বিজ্ঞাপন পারফর্মেন্স যেমন রিচ, ক্লিক ইত্যাদি দেখতে পারবেন।
২. ফ্রি ডেলিভারি
আমাদের দেশের গ্রাহকদের একটা মনস্তাত্ত্বিক বিষয় হচ্ছে তারা পণ্যের দাম নিয়ে যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত ডেলিভারি চার্য নিয়ে। তাই আপনি যদি ফ্রি ডেলিভারি দিতে পারেন তাহলে আপনার বিক্রয় অনেক বেড়ে যাবে।
৩। পরিষ্কার এবং চোখ ধাঁধানো ছবি আপলোড করুন
আপনি কি জানেন একটি চোখ ধাঁধানো ছবি আপনার বিক্রয় অনেক বাড়িয়ে দিতে পারে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিক্রেতারা অস্পষ্ট বা এমন দিক থেকে ছবি তুলেন যা ঐ পণ্যটি সম্পর্কে গ্রাহকদের স্পষ্ট ধারণা দেয় না। এর ফলে গ্রাহকরা আর ঐ পণ্য সম্পর্কে আগ্রহ দেখায় না। কিন্তু যখন একটি সুন্দর ছবি অবশ্যই মানুষকে আগ্রহী করে তুলে ।
৪। স্থানীয় গ্রূপে শেয়ার করুন
আপনার পোস্ট করা প্রোডাক্ট লিস্টিং স্থানীয় ক্রয় – বিক্রয় গ্রূপগুলোতে শেয়ার করতে ভুলবেন না। স্থানীয় গ্রূপে প্রচার করলে প্রচুর স্থানীয় ক্রেতা আপনি পেতে পারেন । তবে যেসব গ্রূপে অনুমতি আছে শুধুমাত্র সেসব গ্রূপেই প্রচার করুন। আর যেসব গ্রূপে সরাসরি প্রচারের অনুমতি দেয় সেগুলোতে কমেন্টে কৌশলে লিস্টিং প্রচার করবেন যাতে গ্রূপের এডমিন আপনার প্রচারের পদ্ধতি বুঝতে না পারে ।
৫। লিস্টিং রিনিউ করুন
প্রোডাক্ট লিস্টিং এর পর বেশ কিছুদিন অর্থাৎ কমপক্ষে ৭ দিন চলে গেলেও যদি দেখেন আপনার পণ্য বিক্রি হচ্ছে না তাহলে আপনার উচিৎ হবে লিস্টিং Renew করা । এজন্য আপনাকে মার্কেটপ্লেসে প্রবেশ করে “Your Account,” এ ক্লিক করতে হবে। তারপর “Your Listings.” থেকে আপনি যে লিস্টিং রিনিউ করতে চান সেটি নির্বাচন করে “Renew.” অপশনে ক্লিক করে রিনিউ করুন । এর ফলে ফেসবুক মার্কেটপ্লেসে আপনার লিস্টিং উপরের দিকে চলে আসবে ।
উপসংহার
ফেসবুক মার্কেটপ্লেস এমন একটি প্লাটফর্ম যেখানে একজন ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের মধ্যে পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন। বিশাল এই প্লাটফর্ম ব্যবহার করে আপনি যদি সঠিকভাবে প্রোডাক্ট লিস্টিং করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে টার্গেটেড গ্রাহকের কাছে প্রচার করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক এর মাধ্যমে আপনার একটি ব্যবসা দাঁড় করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ।